West Bengal Weather Update Today 27 January 2025: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রবিবার রাত থেকে পারদ নামতে শুরু করেছে। ফের একবার শীতের জোরালো অনুভূতি মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা। আগামী দু'দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই মরশুমে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়ার গতি। তারই জেরে তাপমাত্রার পারদও চড়েছে। শীতের অনুভূতি কমেছে। তবে রবিবার থেকেই তাপমাত্রার বদলটা চোখে পড়তে শুরু করে। গতকাল অর্থাৎ ২৬ জানুয়ারি থেকেই ঠান্ডার অনুভূতি ফিরতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবারের মধ্যে জেলায়-জেলায় তাপমাত্রা আরও চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
রবিবার রাত থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। দুই ২৪ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে কুয়াশার জেরে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাবে।
আরও পড়ুন- West Bengal News Highlights: নারী পাচারের আন্তর্জাতিক চক্র! বাংলাদেশের ব্যবসায়ীকে খদ্দের সেজে ধরল পুলিশ
বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। ফের একবার শীতের আমেজে ধাক্কা আসবে। বঙ্গে এই এটাই শীতের লাস্ট ইনিংস বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সরস্বতী পুজোর পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
কলকাতার ওয়েদার আপডেট
রবিবার রাত থেকে শহর কলকাতাতেও ফিরেছে শীতের আমেজ। কলকাতাতেও সরস্বতী পুজো পর্যন্ত শীতের এই আমেজ বহাল থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে আগামী ৪৮ ধণ্টা পারদ নামলেও আগামী বুধবারের পর কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়বে।
আরও পড়ুন- Metro Railway Kolkata: লাখো বইপ্রেমীদের বিরাট উপহার কলকাতা মেট্রোর, বইমেলা উপলক্ষ্যে থাকছে বড় চমক
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়বে। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলায় জেলায় থাকবে কুয়াশার দাপট।