/indian-express-bangla/media/media_files/2024/12/19/U0YpUepGM6uBC0Sz0OM5.jpg)
News in West Bengal Live: ২৬ হাজার চাকরি মামলার শুনানিতে কী জানাল সুপ্রিম কোর্ট
Latest West Bengal News Highlights: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে? এই প্রক্রিয়া কতটা কঠিন তাও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের আবার নতুন করে পরীক্ষআ নেওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন। এদিন প্রায় ২ ঘণ্টা ধরে চলে শুনানি। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
এবার আরজি করের নির্যাতিতার মা-বাবাকে আক্রমণ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। তাঁদের মেয়ের নৃশংস পরিণতির ঘটনায় প্রশাসনের একাংশকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলেন তরুণী চিকিৎসকের বাবা-মা। তাদের সেই দাবির তীব্র সমালোচনায় ফিরহাদ হাকিম। আরজি করের নির্যাতিতার বাবা-মা 'রাজনীতি' করছেন বলে অভিযোগ এনেছেন ফিরহাদ হাকিম। এই আবহে ফের একবার নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
এদিকে বহু বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যজুড়ে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। শীঘ্রই রাজ্যে ১৭১৬ পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চের সাম্প্রতিকতম নির্দেশের পরেই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত জট কেটে যায়।
-
Jan 27, 2025 17:48 IST
West Bengal News Live: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন করে পরীক্ষা নেওয়া যাবে কি না প্রশ্ন সুপ্রিম কোর্টের
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে? এই প্রক্রিয়া কতটা কঠিন তাও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের আবার নতুন করে পরীক্ষআ নেওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন। এদিন প্রায় ২ ঘণ্টা ধরে চলে শুনানি। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
-
Jan 27, 2025 15:13 IST
West Bengal News Live:ফের হেলে পড়া বহুতলের হদিশ কলকাতায়
ফের কলকাতায় হেলে পড়া বহুতলের হদিশ মিলেছে। কসবায় অ্যাক্রোপলিস মলের পিছনে পাঁচতলা একটি বাড়ি হেলে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধীরে ধীরে হেলে পড়ছে বহুতলটি। আতঙ্কে নিজেদের ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গিয়েছে ওই বহুতলের বেশ কয়েকটি পরিবার। পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ উঠেছে।
-
Jan 27, 2025 15:04 IST
West Bengal News Live:SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার। শিক্ষায় মানোন্নয়নের দাবিতে অভিযান এসএফআইয়ের। গার্ড রেল দিয়ে এসএফআই সমর্থকদের বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি এসএফআই সমর্থকদের। পুলিশকে ঠেলে সরানোর চেষ্টা এসএফআই সমর্থকদের। এসএফআই সমর্থকদের জোর করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। অসুস্থ বেশ কয়েকজন। প্রিজন ভ্যানের উপরে উঠে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। উত্তেজিত এসএফআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের।
-
Jan 27, 2025 14:27 IST
West Bengal News Live:গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত কলকাতার দুই শিশু
গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত দুই শিশুর সন্ধান মিলেছে শহর কলকাতায়। পার্ক সার্কাসের কাছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি রয়েছে ওই দুই শিশু। গত কয়েকদিন ধরেই গুলেন বেরি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। বিশেষ করে পুণেতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এই ধরনের রোগ ছড়াচ্ছে। স্নায়ুতন্ত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলে এই ব্যাকটেরিয়া।
-
Jan 27, 2025 13:17 IST
West Bengal News Live:হাইকোর্টে আরজি কর মামলা
কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ। রাজ্য না সিবিআই, কার মামলা গ্রহণ করবে আদালত, জানা যাবে একটু পরেই। 'রাজ্য এই মামলা করতে পারে না,' সওয়াল সিবিআই আইনজীবীর। 'এরপর প্যারোল হোক বা শাস্তির মেয়াদ কমানোর বিষয় বিবেচনা করা হোক.. সেটা তো রাজ্যকেই করতে হবে।" ফলে এই মামলা করার অধিকার তাদের আছে বলে সওয়াল রাজ্যের। "আপনি কী চাইছেন, সিবিআই-এর আবেদন গ্রহণ করা না হোক?" রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির।
-
Jan 27, 2025 12:59 IST
West Bengal News Live:হাইকোর্টে আরজি কর মামলা
কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন বিচারপতিরা। রাজ্য এবং সিবিআই নতুন করে মামলা দায়ের করেছিল। তবে সেই মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশটি নিয়ে শুনানি শেষ।
-
Jan 27, 2025 12:57 IST
West Bengal News Live:পার্থের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল
অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে নতুন করে শারীরিক পরিস্থিতির অবনতি হয়নি। এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের পায়ের ফোলাভাব কমেছে। তবে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা এখনও নিয়ন্ত্রণে না আসায় চিকিৎসকরা উদ্বেগে রয়েছেন। বুকের এক্সরে করা হয়েছে তাঁর। আজ ডপলার টেস্ট সহ একগুচ্ছ স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের। হার্টবিট পরিস্থিতি দেখতে হলটার মনিটরিং-এর ব্যাপারে পরিকল্পনা করছেন চিকিৎসকরা।
-
Jan 27, 2025 11:11 IST
West Bengal News Live: ঝড়ের গতিতে ছড়াচ্ছে বিরল স্নায়ু রোগ
আতঙ্ক তৈরি করে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে জিবিএস আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ১৯ জন শিশুও। সম্প্রতি এই রোগে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্দেহ জিবিএসের জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
-
Jan 27, 2025 11:07 IST
West Bengal News Live:হাইকোর্টে ফের আরজি কর মামলার শুনানি
আজ কলকাতা হাইকোর্টে ফের আরজি কর মামলার শুনানি। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। প্রথমে আপত্তি জানালেও পরে সেই একই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আজ রাজ্য এবং সিবিআই-এর সেই দাবির আবেদন নিয়ে শুনানি কলকাতা হাইকোর্টে।
-
Jan 27, 2025 10:57 IST
West Bengal News Live:বাংলাদেশকে ঝাঁঝালো হুমকি!
বাংলাদেশকে ফের বেনজির হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রবিবার মালদার সুকদেবপুর এলাকায় জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন BJP নেতা। মালদার সুকদেবপুর থেকে গতকাল সবদলপুর পর্যন্ত তেরঙা যাত্রায় অংশ নেন বিজেপি নেতা -কর্মীরাও। পদযাত্রা শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একহাত নিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, "কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে"।
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: 'কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে', বাংলাদেশ সীমান্তে তেরঙা হাতে হুঙ্কার শুভেন্দুর
-
Jan 27, 2025 10:28 IST
West Bengal News Live:পথ দুর্ঘটনায় মৃত্যু নিউটাউনে
বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। ইকোপার্ক দু'নম্বর গেটের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে স্কুটি নিয়ে উল্টে যান মহিলা। গুরুতর জখম ওই মহিলাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রের খবর, মৃত মহিলা কলকাতার পাটুলির বাসিন্দা। -
Jan 27, 2025 10:11 IST
West Bengal News Live: লোকাল ট্রেনে আগুন
এবার চলন্ত লোকাল ট্রেনে আগুন। সোমবার সকালে হাসনাবাদ-শিয়ালদা শাখার একটি লোকাল ট্রেনে আগুন লেগে যায় বলে অভিযোগ। যাত্রীদের প্রবল চিৎকারে শেষমেশ ট্রেন থামিয়ে দেন চালক। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে যান অনেক যাত্রী। ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে আধঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। পরে গন্চব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
বিস্তারিত পড়ুন- Fire in Train: এবার চলন্ত লোকাল ট্রেনে আগুন, চরম আতঙ্কে চিৎকার যাত্রীদের
-
Jan 27, 2025 09:36 IST
West Bengal News Live: আরও নামবে পারদ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রবিবার রাত থেকে পারদ নামতে শুরু করেছে। ফের একবার শীতের জোরালো অনুভূতি মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা। আগামী দু'দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: শীতের দুরন্ত কামব্যাক! আরও নামবে পারদ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
-
Jan 27, 2025 09:35 IST
West Bengal News Live: আজ SSC মামলার শুনানি
সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার শুনানি। রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ শীর্ষ আদালতে। যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করতে জোর দিয়েছিল সর্বোচ্চ আদালত। আজ দুপুরে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হবে।