Malda News: হঠাৎ ওই চারটি বাড়িতেই আগুন, 'মরাপচা গন্ধ'! ভয়ঙ্কর 'উৎপাত' বাংলার অখ্যাত গ্রামে

Malda News: এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে। অনেকেই তাজ্জব বনে গিয়েছেন। প্রশাসনের কর্তাদের কানেও বিষয়টি পৌঁছেছে। স্থানীয় প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

author-image
Madhumita Dey
New Update
Fire in several houses in Harishchandrapur Malda causing extensive damage: মালদা হরিশ্চন্দ্রপুর আগুন

Malda News: বেশ কয়েকটি বাড়ির ভিতরে এমনভাবেই আগুন জ্বলতে দেখা যায়।

হঠাৎ করে বাড়িতে ধরে যাচ্ছে আগুন। মাটির মেঝের তল থেকে বেরিয়ে আসছে অদ্ভুত ধরনের দুর্গন্ধযুক্ত গ্যাস। দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের চারটি পরিবার। পুড়ে গিয়েছে বাড়ির বিভিন্ন আসবাবপত্র। এই ঘটনার পর আতঙ্কে ওই চার দিনমজুরের পরিবার ঘরোয়া আসবাবপত্র সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ঘটনাটি ঘটেছে চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে।

Advertisment

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ওই এলাকায় তদন্তে যান সংশ্লিষ্ট ব্লকের বিডিও তাপস কুমার পাল এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। বিষয়টি তদারকির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও তাপস কুমার পাল। তিনি বলেন, "কী কারণে ওই পরিবারগুলির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না। এব্যাপারে ভূ-তত্ত্ববিদদের সহযোগিতা নেওয়া হবে। পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয়, কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে।এরপর দফায় দফায় সইবুর রহমান,মহম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গত চারদিন ধরে এই ঘটনা ঘটছে। বিষয়টি জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। কারও কাপড়চোপড় পুড়ে গিয়েছে,কারও বিছানা,মশারী ও বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদের, তৃণমূল-যোগ জল্পনার সোজাসাপ্টা জবাব

Advertisment

 দিনমজুর সইবুর রহমান বলেন, "কীভাবে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড়-চোপড়ে নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে। দিনে পাঁচ থেকে সাতবার বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে। আতঙ্কে বাড়ি ছেড়ে চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি।"

আরও পড়ুন- AC Local Train: গ্রাম বাংলার বুক চিরে ছুটবে AC লোকাল ট্রেন, বঙ্গবাসীর 'স্বপ্ন সফরে' গ্যাঁটের কড়ি খসবে কত?

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন, "এটা কোনও অলৌকিক ঘটনা নয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে সরজমিনে খতিয়ে না দেখে বিষয়টি বলা যাবে না।"

fire Malda Maldah Bengali News Today news in west bengal news of west bengal