/indian-express-bangla/media/media_files/2025/02/18/hdlLF2cQKGTJDyix3ipC.jpg)
Malda News: হাসপাতালের ভিতরের অংশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
fire scare in Maldas Harishchandrapur Hospital: হাসপাতালে আগুন-আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে দৌড়াদৌড়ি রোগীদের। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের মধ্যেও। প্রচণ্ড ধোঁয়ায় রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকেরই রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। হাসপাতালের পাশে আবর্জনার স্তুপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক। এদিকে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে এসে গিয়েছে দমকল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তুপ। সেখানেই কোনওভাবে আগুন লেগে যায়। তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করেন। হাসপাতালের অন্দরে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক-নার্সরা ঘাবড়ে গেলেও রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার চেষ্টা শুরু করেন। তবে তাঁদেরও অনেকে শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন।
সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর পাঠানো হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, হাসপাতালে জৈব বর্জ্য-ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
সেই আবর্জনাতেই কোনওভাবে আগুন ধরে যায়। বিষয়টি নেহাতই একটি দুর্ঘটনা বলেই অনুমান করা হচ্ছে। আবর্জনার স্তূপে ধূমপানের পর সিগারেট বা বিড়ির শেষ অংশ ফেলার জেরকে এই বিপত্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।