/indian-express-bangla/media/media_files/2025/01/14/7cRwiwbnS3FIG1Yq4BEW.jpg)
flat building lean out in baghajatin area of south kolkata: বাঘাযতীনে আচমকা একটি বহুতল হেলে পড়েছে।
flat building lean out in baghajatin area of south kolkata: দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হই হই কাণ্ড! আস্ত চারতলা ফ্ল্যাট-বাড়ি আচমকা একদিকে হেলে পড়াকে কেন্দ্র করে চূড়ান্ত শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন লাগোয়া এলাকার বাসিন্দারা। খব পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলটিতে বাসিন্দারা না থাকায় বিরাট বিপদ এড়ানো গিয়েছে। তবে চারতলা ওই ফ্ল্যাট-বাড়ি হেলে পড়ার ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। নিন্মমানের কাঁচামাল দিয়ে বহুতলটি তৈরি হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
বাঘাযতীনে চারতলা ফ্ল্যাট-বাড়ি আচমকা হেলে পড়ার ঘটনায় শোরগোল। চারতলার ওই বহুতলটির প্রতিটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ওই বহুতলটিতে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছিল। সেই কারণেই আপাতত বহুতলের বাসিন্দারা থাকছিলেন না। বহুতলটিতে আগে থেকেই বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছিল। রক্ষণাবেক্ষণের কাজের আগে বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছিল। সেই কারণেই বিরাট বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।
কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত বাঘাযতীনের ওই ফ্ল্যাটবাড়িটি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ফ্ল্যাটটি নির্মাণ করেছিল প্রোমোটার।
নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি হয়েছিল ফ্ল্যাটবাড়িটি। সেই কারণেই এভাবে হঠাৎ এটি একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে, বহুতলটি হেলে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা দল পুলিশ ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা। ওই ফ্ল্যাট তৈরির অনুমোদন ঘিরেও চূড়ান্ত বেনিয়মের অভিযোগ তুলেছেন বাসিন্দারা।