footballer PK Banerjees house servant murdered in Salt Lake: আবারও হাড়হিম করা খুনের ঘটনা খাস কলকাতা শহরের নাকের ডগাতেই। সল্টলেকের জিডি পার্কের কাছে অভিজাত মহল্লায় গা শিউড়ে ওঠার মতো হত্যাকাণ্ড। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নৃশংস খুন। পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারককে কুপিয়ে খুনের অভিযোগ তাঁরই বাড়ির গাড়িচালকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারককে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার তারই বাড়ির গাড়িচালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মদের আসরে এই রোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছে। পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারক গোপীনাথকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বরুন ঘোষের বিরুদ্ধে। দু'জনেই গতকাল মদের আসরে বসেছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপানের সময় দু'জনের মধ্যে বচসা হয়ে থাকতে পারে। সেই বচসার জেরেই নৃশংস এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশের অনুমান।
বচসার মুহূর্তেই গোপীনাথকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপাতে থাকে বরুন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গোপীনাথ নামে ওই ব্যক্তি। পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনেই নৃশংস এই ঘটনাটি ঘটেছে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ গোপীনাথকে রক্তাক্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছেন।
আরও পড়ুন- West Bengal News Live: 'আর মাত্র এক বছর...রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দু', বেনোজির আক্রমণ কল্যাণের
সল্টলেকের এই বাড়িতে পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়েরা থাকেন। নৃশংস এই ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। গতরাতে বচসা বা কোনও গন্ডগোলের শব্দ তাঁরা পেয়েছিলেন কিনা তাও তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশেপাশের বাসিন্দাদেরও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মদ্যপান ঘিরে বচসার জেরেই এই কাণ্ড? নাকি এই ঘটনার পেছনে রয়েছে পুরনো কোনও আক্রোশ? ধৃত ব্যক্তিকে দফায় দফায় জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Nadia News: গোটা পাড়া হতভম্ব! একরত্তি মেয়ের সঙ্গে বাবা যা করল...বারবার জ্ঞান হারাচ্ছে মা