Nadia News: গোটা পাড়া হতভম্ব! একরত্তি মেয়ের সঙ্গে বাবা যা করল...বারবার জ্ঞান হারাচ্ছে মা

Nadia News: এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। এমন নৃশংসতায় রীতিমতো হতবাক পুলিশও। বারবার অজ্ঞান হয়ে পড়ছেন ছোট্ট মেয়েটির মা।

Nadia News: এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। এমন নৃশংসতায় রীতিমতো হতবাক পুলিশও। বারবার অজ্ঞান হয়ে পড়ছেন ছোট্ট মেয়েটির মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Father accused of murdering four year old daughter in Dhubulia Nadia: চার বছরের মেয়েকে আছড়ে খুন করল বাবা, নদিয়া, ধুবুলিয়া

Dhubulia Police Station: ধুবুলিয়া থানা।

Father accused of murdering four-year-old daughter in Dhubulia, Nadia: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহে চূড়ান্ত দাম্পত্য কলহ, তারই খেসারত দিতে হল মাত্র চার বছরের ফুটফুটে একরত্তি শিশুকন্যাকে। বাবা আছড়ে খুন করল ছোট্ট মেয়েকে। শুধু তাই নয়, মেয়ের মৃত্যু নিশ্চিত করতে ব্রিজের উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলা হয় দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

গা শিউরে ওঠার মতো এই ঘটনা নদিয়ার ধুবুলিয়ার। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল স্বামীর, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত বিবাদ ছিল। তারই জেরে গতকাল নিজের চার বছরের শিশুকন্যাকে রাস্তায় আছাড় মেরে খুন করার পর কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ব্রিজ থেকে নদীতে দেহ ফেলে দিয়েছিল বাবা। মেয়েকে খুন করার পর বাপের শ্বশুরবাড়িতে গিয়ে সেকথা স্ত্রীকে জানায় অভিযুক্ত ব্যক্তি। চূড়ান্ত চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শেষমেষ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার ধুবুলিয়ার মায়াকুল এলাকার এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব ঘোষ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে তার সন্দেহ। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলতো। চূড়ান্ত বিবাদের জেরে গতকাল শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন তাঁর স্ত্রী। 

আরও পড়ুন- West Bengal News Live: 'আর মাত্র এক বছর...রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দু', বেনোজির আক্রমণ কল্যাণের

Advertisment

গতকাল বুদ্ধদেব বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এরপরই নিজের চার বছরের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে নিজের মেয়েকে আছাড় মেরে খুন করে বলে অভিযোগ। মেয়ের মৃত্যু নিশ্চিত করতে এরপর কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ব্রিজের উপর থেকে নিচে মেয়ের দেহ ফেলে দেয় সে। 

আরও পড়ুন- Bank Strike: আলোচনায় খোলেনি জট, চলতি মার্চেই টানা ভোগান্তির শিকার হবেন ব্যাঙ্কের গ্রাহকরা

পরে মেয়েকে খুনের কথা স্ত্রীর কাছে গিয়ে স্বীকার করে অভিযুক্ত। পরে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। এদিকে এই ঘটনা জানার পর ওই রাতেই তাকে নিয়ে নদীতে উদ্ধারকাজ চালায় পুলিশ। রাতেই জলঙ্গি নদী থেকে ছোট্ট শিশুকন্যার নিথর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হবে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- Mamata Banerjee: আবারও বিশ্বের দরবারে সমাদৃত বাংলা! মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের 'আন্তর্জাতিক স্বীকৃতি'

Nadia Murder news of west bengal news in west bengal Bengali News Today