Bongaon News: 'ভোট এলেই ওরা আসে, মিটলেই ফিরে যায় বাংলাদেশে', চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড়

North 24 Parganas News: চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। বিডিও-কে ইমেল মারফত এই অভিযোগ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা।

North 24 Parganas News: চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। বিডিও-কে ইমেল মারফত এই অভিযোগ জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা।

author-image
Utsab Mondal
New Update
Four Bangladeshi names allegedly appear on Bangaon voter list,ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম

Bongaon News: বনগাঁয় চাঞ্চল্যকর অভিযোগ।

Four Bangladeshi names allegedly appear on Bangaon voter list: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে 'ভূতুড়ে ভোটার' নিয়ে শাসক থেকে বিরোধী, সোচ্চার সব পক্ষই। এই আবহে এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভোটার তালিকায় চার বাংলাদেশির নাম মিলেছে বলে অভিযোগ উঠেছে। বনগাঁর বৈরামপুর পঞ্চায়েতের সদস্যা পিঙ্কি সরকার বনগাঁর বিডিও-র কাছে ইমেল মারফত এই অভিযোগ করেছেন।

Advertisment

ওই পঞ্চায়েত সদস্যার দাবি, তাঁরা ভোটার তালিকা যাচাই করতে গিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার ১৭ নম্বর পাটের বর্দ্ধনবেড়িয়া গ্রামে চারজন ব্যক্তি বাংলাদেশের বাসিন্দার খোঁজ পান। ভারতীয় ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। পঞ্চায়েত সদস্যার আরও চাঞ্চল্যকর দাবি, উক্ত ব্যক্তিরা প্রতিটি নির্বাচনের সময় বাংলাদেশের পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে এসে ভোট দিয়ে পুনরায় বাংলাদেশে চলে যান। 

বনগাঁর বিডিও-র কাছে এই ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ভারতীয় ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অনুরোধ জানান ওই পঞ্চায়েত সদস্যা। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা হায়দার আলি মোল্লার দাবি, "১০ থেকে ১২ বছর আগে ওই ব্যক্তিরদের নাম ভোটার তালিকায় উঠেছে। কোনও অসাধু চক্রকে টাকা দিয়ে ভোট তৈরি করা হয়েছে।" 

আরও পড়ুন- West Bengal News Live:দার্জিলিঙে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পাহাড়নগরীতে

Advertisment

যে চার বাংলাদেশির নাম বনগাঁর ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ তাঁদেরই একজন বিমল বিশ্বাস। তিনি বলেন, "আমার জন্ম বাংলাদেশে হলেও ১৯৮০ সালে বিনিময় করে বাংলাদেশ থেকে চলে এসেছি। সেই সময় বাড়ি-বাড়ি এসে আমাদের ভোটার করে দিয়ে গেছে। আমরা এখন এখানকার নাগরিক।" 

আরও পড়ুন-Dilip Ghosh: 'বাড়ি থেকে টেনে এনে মারব', ফের মাঠে নেমে আগুনে হুঁশিয়ারি শুরু ডাকাবুকো দিলীপের

যদিও চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই এই বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বনগাঁ দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, "এই নেতারা  হয়তো ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ভালো করে পড়েননি। বাংলাদেশ থেকে হিন্দুরা যখন আসবে এখানে তাদের স্থান হবে। হায়দার আলি মোল্লাকে বলব তার গ্রামে যে জামাতি ইসলামীরা এসে রয়েছে তাদের বিরুদ্ধে ভালো করে তদন্ত করুন।"

Bongaon tmc news of west bengal news in west bengal North 24 Pargana bengali