Dilip Ghosh: 'বাড়ি থেকে টেনে এনে মারব', ফের মাঠে নেমে আগুনে হুঁশিয়ারি শুরু ডাকাবুকো দিলীপের

Dilip Ghosh threats Tmc: ফের রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষের। খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ প্রাক্তন সাংসদের।

Dilip Ghosh threats Tmc: ফের রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষের। খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ প্রাক্তন সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

BJP Leader Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh: বছর ঘুরলেই বিধানসভা ভোট। পুরোদমে ময়দানে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। মাঝে কিছু সময় 'বিরতি' নিয়ে ফিরে ফের 'গরমাগরম' মন্তব্যে বঙ্গ রাজনীতির আঙিনা তপ্ত করা শুরু করেছেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল প্রাক্তন BJP সাংসদের। এবার সেই খড়্গপুরে দাঁড়িয়েই মেজাজ আরও চড়িয়ে মারাত্মক হুঁশিয়ারি দিলীপ ঘোষের।

Advertisment

শনিবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, "যা বলেছি ঠিক বলেছি। এই ধরনের বেয়াদপি যদি কেউ করতে আসে, সে যে পার্টিরই হোক, তাকে বাড়ি থেকে বের করে এনে রাস্তায় পিটব, সে যত বড় নেতাই হোক। দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না। দিলীপ ঘোষের মেজাজ এমনই থাকবে। তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি...বাড়িতে ঢুকে মারব, না হয় বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব। আমি শিখিয়ে দেব কোনটা কু-কথা আর কোনটা সু-কথা। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না।"

উল্লেখ্য, শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এলাকায় যাওয়ার আগেই সেখানে আগেভাগে জড়ো হয়ে গিয়েছিলেন বেশ কিছু মহিলা। তিনি যেতেই তাঁকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। 'এতদিন কোথায় ছিলেন?', প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। তাঁদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায় দিলীপ ঘোষের। এমনকী উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও রকমে বিক্ষোভ পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, দিলীপ ঘোষ তাঁদের অপমান করেছেন। 

আরও পড়ুন- West Bengal News Live:দার্জিলিঙে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পাহাড়নগরীতে

Advertisment

এদিকে তাঁকে ঘিরে এই বিক্ষোভের পেছনে 'রাজনীতি' দেখছেন দিলীপ ঘোষ। শাসকদল তৃণমূলকেই নিশানা করেছিলেন বিজেপি নেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, "এটা কোনও বিক্ষোভ নয়। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিয়ে ঘেউ ঘেউ করছে। যারা ঘেউ ঘেউ করবে দিলীপ ঘোষ তাঁদের বাপ তুলেই বলবে। ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না শুধু ঘেউ ঘেউ করে।" দিলীপ ঘোষের সেই মন্তব্য নিয়েই তুমুল সমালোচনায় সরব হন শাসকদলের নেতারা।

আরও পড়ুন- Kolkata Fire: আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আগুনে চরম আতঙ্ক

শনিবারও দিলীপ ঘোষের আগুনে হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ দাস সংবাদমাধ্যমে বলেন, "দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে অসভ্য কথার প্রতিযোগিতা চলছে। বিজেপি পার্টিটা সার্কাস পার্টি হয়ে গেছে। অশালীন কথা- অসভ্য কথা, মানুষকে মারব-ধরব, মহিলাদের গলা টিপে ধরব, মানুষকে কুকুর বলে ডাকব, বিজেপির এটা প্রতিদিনিরে ব্যাপার হয়ে গেছে। দিলীপ ঘোষ ভেসে থাকতে টিআরপির প্রতিযোগতিায় নেমেছেন। দিলীপ ঘোষ আবার প্রতিদিন সকালবেলা যখন শুরু করেছেন, প্রতিদিন এবার দিলীপ-বচন মিলবে। এই জন্যই তো দিলীপ ঘোষ হেরে গেছেন। আগামী দিনে শুভেন্দু অধিকারীও হারবেন।"

আরও পড়ুন- RG Kar: 'অভয়ার দেহ তড়িঘড়ি পোড়ানোর পুরস্কার', অভিযোগ উড়িয়ে কী বললেন পানিহাটির নয়া চেয়ারম্যান সোমনাথ দে?

BJP Leader bjp tmc news of west bengal news in west bengal Bengali News Today dilip ghosh