ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। বাজেটে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Advertisment
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আসলে কী? নতুন এই প্রকল্পে ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার মোট ঋণের ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করবে। পাশাপাশি ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। পশ্চিমবঙ্গের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবেন বলে আশা করছে নবান্ন।
এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুর্নীতি নিয়ে অস্বস্তি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। রাজ্যে কর্মসংস্থানের হাল নিয়েও বহুদিন ধরে সুর চড়িয়েছে বিজেপি। এদিকে এদিনের বাজেটকে কর্মমুখী বলে দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলার বেকার যুবক, যুবতীরা নিজেদের মতো ব্যবসা বা স্টার্ট আপ খুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বলে আশা।