Advertisment

বেকারদের স্বনির্ভরে উদ্যোগ নবান্নের, বাজেটে বিরাট ঘোষণা

বেকার যুবক-যুবতীদের কী করতে হবে?

author-image
IE Bangla Web Desk
New Update
বেকারদের স্বনির্ভরে উদ্যোগ নবান্নের, বাজেটে বিরাট ঘোষণা

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। বাজেটে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisment
publive-image

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আসলে কী?
নতুন এই প্রকল্পে ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার মোট ঋণের ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করবে। পাশাপাশি ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। পশ্চিমবঙ্গের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবেন বলে আশা করছে নবান্ন।

আরও পড়ুন- ভুয়োর তালিকায় এবার বিধায়কও! বিধানসভায় হুলস্থূল

এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
দুর্নীতি নিয়ে অস্বস্তি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। রাজ্যে কর্মসংস্থানের হাল নিয়েও বহুদিন ধরে সুর চড়িয়েছে বিজেপি। এদিকে এদিনের বাজেটকে কর্মমুখী বলে দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলার বেকার যুবক, যুবতীরা নিজেদের মতো ব্যবসা বা স্টার্ট আপ খুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বলে আশা।

আরও পড়ুন- মমতার তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার! ষাটোর্ধ্বদের জন্য বাজেটে বিরাট ঘোষণা

আরও পড়ুন- ব্যাঙ্কক-মালয়েশিয়া বেড়াবেন সরকারি কর্মীরা! DA-র সঙ্গে উপরি পাওনা?

আরও পড়ুন- ৩ শতাংশ DA-তে খুশি নন, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবেন সরকারি কর্মীরা

আরও পড়ুন- West Bengal Budget 2023: রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ DA পাবেন

আরও পড়ুন- দুয়ারে পঞ্চায়েত, মমতার বাজি ৩ হাজার কোটির ‘রাস্তাশ্রী’

আরও পড়ুন- রাজ্য বাজেটে বিপুল কর্মসংস্থানের দিশা, পাল্লা ভারি দক্ষিণবঙ্গের

Budget Mamata Government West Bengal Assembly
Advertisment