Ganesh Chaturthi 2025:গণেশ চতুর্থীতে ব্যান্ডেলের মিষ্টির দোকানে ১১ কেজির লাড্ডু! আকর্ষণীয় উদ্ভাবন, বদলেছে উৎসবের রূপ

Ganesh Puja: কথিত আছে সিদ্ধিদাতা গণেশের পছন্দের মিষ্টি হল লাড্ডু। তাই গণেশ চতুর্থীতে মিষ্টির দোকানগুলিতে লাড্ডুর চাহিদা তুঙ্গে ওঠে ফি বার। এবারও তার অন্যথা হয়নি।

Ganesh Puja: কথিত আছে সিদ্ধিদাতা গণেশের পছন্দের মিষ্টি হল লাড্ডু। তাই গণেশ চতুর্থীতে মিষ্টির দোকানগুলিতে লাড্ডুর চাহিদা তুঙ্গে ওঠে ফি বার। এবারও তার অন্যথা হয়নি।

author-image
Uttam Dutta
New Update
11 kg laddoo Bandel sweet shop  ,Ganesh Chaturthi huge laddoo innovation,  Bandel enormous laddoo festival,  Sweet shop Bandel 11 kg laddoo,  Ganesh festival laddoo record Kolkata suburb  ,Modi-style giant laddoo Bengal  ,Festival sweets innovation rural West Bengal,Ganesh Chaturthi 2025, Ganesh Puja, ১১ কেজি লাড্ডু ব্যান্ডেল  ,গণেশ চতুর্থী মিষ্টির দোকানে লাড্ডু  ,ব্যান্ডেল ১১ কেজির লাড্ডু  ,উৎসবের লাড্ডু উদ্ভাবন,  গণেশ উৎসব বিশেষ লাড্ডু  ,মিষ্টির দোকানে বিশাল লাড্ডু  ,প্রদেশজুড়ে লাড্ডুর দ্যুতি

Ganesh Puja: গণেশ পুজো উপলক্ষে এই মিষ্টির দোকানে বিশাল সাইজের লাড্ডু দেখতেও ভিড় জমিয়েছিলেন অনেকে।

Ganesh Chaturthi 2025:গনেশ চতুর্থী উপলক্ষে ১১ কিলো ওজনের লাড্ডু বানিয়ে সাড়া ফেলে দিয়েছে ব্যান্ডেলের একটি মিষ্টির দোকান। সর্বোচ্চ ১১ কিলো হলেও তার নিচে ৭ কিলো ওজনের লাড্ডুও আছে। 

Advertisment

ওই মিষ্টির দোকানের মালিক শুভেন্দু মণ্ডল জানান, গণেশ পুজো উপলক্ষে প্রতি বছরই তাঁরা লাড্ডু তৈরি করেন। দোকানমালিক বলেন, "এই বছর একটু অন্যরকম করার চেষ্টা করেছি। গত ১০ বছরে এখানে বাড়িতে বাড়িতে গণেশ পুজোর হিড়িক বেড়েছে। আমার দোকানে প্রতিবার গণেশ পুজোতে প্রচুর লাড্ডু বিক্রি হয়। মূলত মিহিদানা, মতিচুর, কাজু দিয়ে তৈরি হয় লাড্ডু।"

তিনি আরও বলেন, "এই বছরে ১১ কেজি, ৭ কেজি, ৫ কেজি এবং সাড়ে তিন কেজি ওজনের লাড্ডু আছে আমার দোকানে। মূল্যের দিক থেকে বলতে পারি, ৩৫০০ টাকা থেকে ১০ টাকা সব দামের লাড্ডু আছে আমার দোকানে। ১১ কেজি লাড্ডুর দামটা রেখেছি ৩৫০০ টাকা।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live updates:দুর্গাপুজোর অনুদান নিয়ে বিরাট নির্দেশ! শেষমেশ কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?

তাঁর কথায়, "আসলে এই ছোট্ট মফস্বলে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ফ্ল্যাট, শপিং মল সব কিছুই হচ্ছে। অত্যাধুনিক রেল স্টেশন। সবকিছু মিলিয়ে ব্যান্ডেল ক্রমশ ব্যস্ত হচ্ছে। বাঙালির পাশাপাশি অবাঙালির সংখ্যা ক্রমবর্ধমান। তাঁদের সংস্কৃতির একটা বিরাট প্রভাব ও পড়ে। তাই বর্তমানে ব্যান্ডেল এলাকায় গণেশপুজো বাড়ছে।"

আরও পড়ুন-Success Story: ধনুকভাঙা পণেই দারুণ বিজয়! হতদরিদ্র পরিবারের রমেনের 'সোনার কীর্তি'কে কুর্ণিশ

Bengali News Today laddoo Ganesh Chaturthi 2025