Gangasagar Mela 2025: সাগরতটে পুণ্যস্নানের পরেই দেখা মিলছে সাক্ষাৎ মা গঙ্গা, শিব, দুর্গা ও শ্রীকৃষ্ণের
Gangasagar Mela 2025: দেশের বিভিন্ন প্রান্ত থাকে কাতারে-কাতারে পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে। ফি বারের চেনা ছবি এবারেও। পুণ্যাস্নান সেরে উঠেই এ এক অবাক মোক্ষলাভ গঙ্গাসাগরে!
Gangasagar Mela 2025: সকাল থেকেই চলছে সংকীর্তন, একদিকে মাইকে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মানুষের জন্যে মাইকিং হচ্ছে। অন্যদিকে হাজার হাজার মানুষ পুণ্য লাভের আশায় জলে নামছেন। ঘন কুয়াশা আর ঠান্ডায় চার দিকে আলসেমি কাটিয়ে দিনের আলো ফুটেছে। মোক্ষলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন।
Advertisment
স্নান সেরে উঠে মাত্র সাক্ষাৎ ভগবান সামনে এসে দাঁড়িয়ে পড়ছেন। হাত বাড়িয়ে করছেন আশীর্বাদ। ভগবানের মধ্যে বাদ নেই কেউ। শিব,দুর্গা, কৃষ্ণ, রাধা সকলেই। ভক্তরা দু'হাত জড়ো করে প্রণাম করছেন। প্রণামী দিচ্ছেন তাঁদের ঝোলায়। আবার কেউ জড়িয়ে ধরে তুলছেন সেলফিও।
শিব, দুর্গা, কৃষ্ণ এরা সকলেই আসলে বহুরূপী। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হতে না হতেই নানা জায়গা থেকে এখানে এসে ঘাঁটি গাড়েন। পূর্ব মেদিনীপুর থেকে আসছেন অবন্তী কুমার জানা, বয়স প্রায় সত্তরের কাছাকাছি। এই বছর প্রথম সাগর মেলায় এসেছেন। শিবদুর্গা সেজেছেন। গত তিরিশ চল্লিশ বছর ধরে বহুরূপী সেজে ঘুরে বেড়ান। রাজ্যের বিভিন্ন তিনি যান। ঠিক তেমনি নবদ্বীপ থেকে এসেছেন কালিমা। ছোট থেকে সাগরে পুণ্যস্নানের জন্যে আসেন। গত দুবছর ধরে তিনি কৃষ্ণ বেশে ঘুরে বেড়াচ্ছেন পূর্ণার্থীদের মাঝে।, "আমি এলাকায় ছোট্ট একটি আশ্রম চালাই। আর সেই আশ্রম চালানোর জন্য এই বহুরূপীর সাজ। বিভিন্ন মেলায় বহুরূপী সেজে যে যৎসামান্য প্রণামী পায় তাতেই চলে আমাদের আশ্রম।"
কাকদ্বীপ থেকে এসেছেন অমল মণ্ডল। তিনি মা গঙ্গা সেজে ঘুরছেন ভিড়ের মাঝে। বারো বছর বয়স থেকে ভগবানের বেশে ঘুরে বেড়ান মেলায়। তিনি রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পী। গত তিন চারদিন ধরে বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছেন মেলার বিভিন্ন প্রান্তে। এরা সকলেই রীতিমতো আনন্দ সহকারে এই কাজটি করছেন। দিন শেষে পাঁচ থেকে সাতশো টাকা উপার্জনও হয় এই বহুরূপী সাজ এর মধ্য দিয়ে। উপরি পাওনা ভক্তদের সেলফি।
যে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এত কিছু। সেই গঙ্গাসাগর এখন প্রশ্নচিহ্নের মুখে। প্রতিনিয়ত ভাঙছে বাঁধ। সাগর গিলে খাচ্ছে দোকানপাট ঘরবাড়ি। ভয়াবহ ধসের মুখে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্রতট। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভারত জুড়ে গঙ্গাসাগরের খ্যাতিকে মাপা যায় এই একটি প্রবাদ বাক্যে। সেই তীর্থ সমুদ্রের গ্রাসে ভাঙনের মুখে রয়েছে দীর্ঘদিন। এখন বিপর্যয়ের মেঘ আরো ঘনিয়েছে। শিব, দুর্গা, কৃষ্ণ সাজা বহুরূপীদের কাছে প্রশ্ন যদি গঙ্গাসাগর তলিয়ে যায় তবে কোথায় যাবেন? এরা সকলেই হেসে একটা উত্তর দিয়ে চলে যান। মা গঙ্গা সব কেড়ে নিয়ে আবার সব ফিরিয়েও দিয়ে যান। আমাদের কেউ ভাসাতে পারবে না ।