Kolkata Metro: নতুন ইতিহাস আর কিছুদিনেই! কলকাতা মেট্রোর মুকুটে ফের জুড়বে গর্বের পালক
Metro Railway, Kolkata: নির্মীয়মাণ প্রকল্পের কাজ ঘুরে দেখলেন মেট্রোরেলওয়ের শীর্ষকর্তা। কাদের অগ্রগতি নিয়েও এদিন কর্মরত ইঞ্জিনিয়ারদের পাশাপাশি মেট্রোর অন্য কর্তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
Metro Railway, Kolkata: নির্মীয়মাণ প্রকল্পের কাজ ঘুরে দেখলেন মেট্রোরেলওয়ের শীর্ষকর্তা। কাদের অগ্রগতি নিয়েও এদিন কর্মরত ইঞ্জিনিয়ারদের পাশাপাশি মেট্রোর অন্য কর্তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
General manager inspects jai hind bimanbandar metro station: মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী পি. উদয় কুমার রেড্ডি মঙ্গলবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) অরেঞ্জ লাইনের জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার পর্যন্ত মেট্রো স্টেশনের অংশটি ঘুরে দেখেছেন। মেট্রোরেলের শীর্ষকর্তার এই সফরে তাঁর সঙ্গেই ছিলেন সংস্থার এবং RVNL-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
Advertisment
জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে মেট্রোরেলের শীর্ষ কর্তারা সংস্থার জেনারেল ম্যানেজারকে নির্মীয়মাণ প্রকল্পের কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত বাকি কাজ শেষ করার নির্দিষ্ট পরিকল্পনার কথা ব্যাখ্যা করেছেন। পরে,মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি অরেঞ্জ লাইনের নির্মাণাধীন নিউ টাউন ডিপো, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন।
কলকাতা মেট্রোর এই অরেঞ্জ লাইন সল্টলেক এবং নিউটাউনের মাধ্যমে নিউ গড়িয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাথে যুক্ত করবে। বর্তমানে মেট্রোরেলের এই অংশে কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে মেট্রো চলাচল করে।
মেট্রোরেলের কাজ খতিয়ে দেখছেন সংস্থার শীর্ষকর্তারা।
মেট্রোর অরেঞ্জ লাইনে পুরোদমে পরিষেবা চালু হয়ে গেলে ব্যাপক সুবিধা হবে এই পথে যাতায়াতকারী অফিসযাত্রী থেকে শুরু করে অন্যদের। তবে পুরোদমে পরিষেবা শুরু হতে আরও খানিকটা সময় লেগে যাবে। ঠিক কবে নাগাদ মেট্রোর এই রুটে পরিষেবা শুরু হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।