/indian-express-bangla/media/media_files/2024/11/05/gg95O75hba9oXaCVAVnn.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।
General manager inspects jai hind bimanbandar metro station: মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী পি. উদয় কুমার রেড্ডি মঙ্গলবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) অরেঞ্জ লাইনের জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার পর্যন্ত মেট্রো স্টেশনের অংশটি ঘুরে দেখেছেন। মেট্রোরেলের শীর্ষকর্তার এই সফরে তাঁর সঙ্গেই ছিলেন সংস্থার এবং RVNL-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে মেট্রোরেলের শীর্ষ কর্তারা সংস্থার জেনারেল ম্যানেজারকে নির্মীয়মাণ প্রকল্পের কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত বাকি কাজ শেষ করার নির্দিষ্ট পরিকল্পনার কথা ব্যাখ্যা করেছেন। পরে,মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি অরেঞ্জ লাইনের নির্মাণাধীন নিউ টাউন ডিপো, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন।
কলকাতা মেট্রোর এই অরেঞ্জ লাইন সল্টলেক এবং নিউটাউনের মাধ্যমে নিউ গড়িয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাথে যুক্ত করবে। বর্তমানে মেট্রোরেলের এই অংশে কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে মেট্রো চলাচল করে।
/indian-express-bangla/media/media_files/2025/03/25/KMVSwZqrrVEVJyysw2Yo.jpg)
আরও পড়ুন- Humayun-Dilip: দিলীপের ঢালাও প্রশংসায় হুমায়ুন, শুভেন্দু নিয়েও অকপট ডাকাবুকো তৃণমূল নেতা
কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের স্টেশন গুলি হল, জয় হিন্দ ( কলকাতা বিমানবন্দর ), ভিআইপি রোড (তেঘরিয়া ), চিনার পার্ক, সিটি সেন্টার ২, মঙ্গলদীপ, ইকোপার্ক, মাদার ওয়াক্স মিউজিয়াম, শিক্ষাতীর্থ, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, স্বপ্নভোর, নজরুল তীর্থ, নব দিগন্ত, আইটি সেন্টার (সল্টলেক), নলবন, গৌরকিশোর ঘোষ ( চিংড়িহাটা ), বেলেঘাটা, বরুণ সেনগুপ্ত ( ধাপা / মাঠপুকুর), ঋত্বিক ঘটক ( উত্তর পঞ্চান্নগ্রাম), ভিআইপি বাজার, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি), কবি সুকান্ত (কালিকাপুর), জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর ), সত্যজিৎ রায় ( হাইল্যান্ড পার্ক), কবি সুভাষ (নিউ গড়িয়া)।
আরও পড়ুন- West Bengal News Live:আরজি কর মামলায় চাঞ্চল্যকর মোড়! বিশেষ CBI আদালতে কী আবেদন জুনিয়র চিকিৎসকের?
মেট্রোর অরেঞ্জ লাইনে পুরোদমে পরিষেবা চালু হয়ে গেলে ব্যাপক সুবিধা হবে এই পথে যাতায়াতকারী অফিসযাত্রী থেকে শুরু করে অন্যদের। তবে পুরোদমে পরিষেবা শুরু হতে আরও খানিকটা সময় লেগে যাবে। ঠিক কবে নাগাদ মেট্রোর এই রুটে পরিষেবা শুরু হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।