Dev: পরপর সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর এবার সরাসরি নিজের বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। তবে তাঁর এই 'স্পষ্ট' মন্তব্যেও রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়ে গিয়েছে। তবে কি ঘাটালের (Ghatal) এই সাংসদ চলতি বছরের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) তৃণমূল (TMC) কংগ্রেসের প্রার্থী হচ্ছেন না? নতুন করে এই প্রশ্ন উঠছে। দল ছাড়ার কোনও পরিস্থিতি নেই বলে জানিয়ে দিয়েছেন টলিউডের (Tollywood) এই অভিনেতা।
গত কয়েকদিন ধরে নানা ধরনের এক্স হ্যান্ডলে পোস্ট করছিলেন সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari) তথা অভিনেতা দেব। বৃহস্পতিবার ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বক্তব্য রাখার সময় বলছিলেন আজ সংসদে তাঁর শেষ দিন। 'সাংসদ থাকি বা না থকি' প্ল্যান রূপায়নের ওপর জোর দিয়েছেন তিনি। ফলে ফের বিতর্ক উসকে গিয়েছিল। এর আগে তিনটে সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন দেব। আপনি কি দল ছাড়ছেন? কলকাতায় ফিরে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে দেব নিজেই একাধিক প্রশ্ন ছুড়ে দেন। ঘাটালের তৃণমূল সাংসদ বলেন, 'কে বলল? আমি দল ছাড়তে যাবই বা কেন? অন্য দলেই বা যাব কেন? আমি দলের কাছে এমন কি চেয়েছি যে দল না বলেছে। বা অন্য দলের যাব তারা হ্যাঁ বলেছে।'
বিজেপির কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি কথা বলেছেন। রুদ্রনীল ঘোষের দাবি। দেবের জবাব, 'ও হয়তো আমার সম্পর্কে আমার থেকে বেশি জানে।' পদত্যাগের প্রশ্নে দেবের বক্তব্য, 'কেন পদত্যাগ করব? আমি দল থেকে দূরেও সরে যায়নি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হল মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা। শান্তি বজায় রাখা। আমার বক্তব্যে এমন কিছু গত ১০ বছরে বলিনি আমার নেতা বা কর্মীদের সঙ্গে অন্য দলের ঝামেলা হয়। এই রাজনীতি আমি করি না। আমি মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতির মধ্যে বিশ্বাস করি। তাঁদের ভালো রাখার রাজনীতিতে বিশ্বাস করি। আমি তাই করেছি। পদে থাকি বা পদে না থাকি। মানুষের ভালো কাজ করার জন্য পদ লাগে বলে মনে করি না।'
আরও পড়ুন- West Bengal Budget 2024: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ভোটের মুখে DA বাড়ানোর ঘোষণা বাজেটে
লোকসভা নির্বাচনের দরজায় টোকা পড়ে গিয়েছে। প্রার্থী বাছাই নিয়ে সমস্ত রাজনৈতিক দলে তোরজোড় চলছে। তাহলে কি তৃতীয় বারের জন্য ঘাটালে প্রার্থী হতে চাইছেন না বাংলার এই জনপ্রিয় অভিনেতা? দেব বলেন, '২০২৪ লোকসভা নির্বাচন পুরোপুরি দিদির ওপর নির্ভর। আমি সত্যি জানি না ২০২৪-এ কি হবে। আমি দাঁড়াব কি দাঁরাব না। সেটা একটা প্রশ্নের জায়গায় আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে। আমি মিথ্যা কথা বলব না। অস্বীকারও করব না। জল্পনাও ছড়াব না। যে আমার মাথায় চলছে এবার আমি না-ও দাঁড়াতে পারি। আমার কাছে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আমি আজ পর্যন্ত কাউকে উচ্চবাচ্যে কথা বলিনি। আমি দিদিকে ভালবাসি, শ্রদ্ধা করি। আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। এটা নিয়ে দিদির সঙ্গে আলোচনা হয়েছে, আবার হবেও। এটা পুরোপুরি দিদির ওপর নির্ভর করছে। দিদি কি চাইছেন। আমি আমার মনের কথা দিদিকে বলেছি। আমি পরিস্কার কথা বলতে ভালোবাসি। পরিস্কার থাকতে ভালোবাসি। আমি ব্ল্যাকিমেলিং করতে ভালোবাসি না। কাউকে অসম্মান করি না।'