Advertisment

Mamata Banerjee: 'ভোট-খরচের একাংশ পেলেও বন্যা আটকাতাম', বানভাসি দশা নিয়ে ফের মমতার নিশানায় DVC

Mamata Banerjee: দুর্গাপুজোর ঠিক আগে আগে রাজ্যের একটি বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জেলা-জেলায় ঘুরে ঘুরে বানভাসি পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রশাসনকে দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee again criticizes DVC over the flood situation in west bengal,মমতা ব্যানার্জি, বন্যা,ডিভিসি

বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee on DVC: দুর্গাপুজোর ঠিক আগে আগে বানভাসি বাংলার বিস্তীর্ণ প্রান্ত। পড়শি রাজ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে সেখানকার ব্যারাজগুলি থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে। সেই সঙ্গে এরাজ্যে DVC-র দুর্গাপুর, ফারাক্কা ব্যারাজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। তারই জেরে রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জলমগ্ন পরিস্থিতি নিয়ে ফের একবার কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে বিপদ এড়াতে এদিন পূর্ব বর্ধমানে গিয়ে ফের একবার রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। 

Advertisment

'বন্যা পরিস্থিতি সামলাতে আরও সক্রিয় হতে হবে'

"বন্যা পরিস্থিতি সামলাতে আরও সক্রিয় হতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বীমার টাকা পাবেন। বাংলার দুর্ভাগ্য যে এখানে এবং অসমে যে পরিমাণ বন্যা হয় সেটা অন্য কোথাও হয় না। বাংলা নদী মাতৃকার দেশ। বাংলার অবস্থান নৌকার মতো। একটুতেই জলে ডুবে যায়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়। নিজেদের বাঁচাতে জল ছেড়ে দেয় ঝাড়খণ্ড।" 

'নিজেদের বাঁচাতে বাংলায় জল ছেড়ে দেয়'

"আবার বৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হবে। সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। জল সরে গেলে চাষিরা শস্য বীমার টাকা পাবেন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে বাংলার উপর জল ছেড়ে দেয়। DVC কেন্দ্রীয় সরকারের অধীন। কিন্তু কেন্দ্র কিছু না করার জন্য মানুষের বাড়ি ঘর ডুবে যাচ্ছে। ভোটের জন্য যে টাকা খরচ করা হয় তার একাংশ দিলেও বন্যা আটকাতে ব্যবস্থা করতে পারতাম।"

আরও পড়ুন- Petrol-Diesel: পুজোর মুখে বড় স্বস্তির খবর! দাম কমল পেট্রোল-ডিজেলের

আরও পড়ুন- Calcutta High Court: '১০ লক্ষ করে দিয়ে দিন, ৮৫ হাজারে কী হবে!', পুজো-অনুদান নিয়ে কটাক্ষ হাইকোর্টের

আরও পড়ুন- Puri Jagannath Temple: জগন্নাথ দেবের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! বন্ধ থাকছে পুরীর মন্দির

উল্লেখ্য, দুর্গাপুজোর ঠিক মুখে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলির বিভিন্ন এলাকায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, DVC ব্যারাজগুলি থেকে বিপুল পরিমাণে জল ছেড়ে দেওয়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারাজগুলিতে ড্রেজিং না হওয়ার জেরেই এই পরিস্থিতি বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও প্রবল সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন- Mamata-Anubrata: ফিরছেন কেষ্ট, আগামিকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? জল্পনা তুঙ্গে!

Chief Minister Mamata DVC Flood Like Situation Bengal Floods Bengal Flood Flooded CM Mamata banerjee
Advertisment