Advertisment

Aparajita Bill 2024: অপরাজিতা বিলেও ধাক্কা! সই নিয়ে কঠিন ইঙ্গিত, রাজ্যের প্রবল সমালোচনায় রাজ্যপাল

Aparajita Bill-CV Ananda Bose: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ-বিরোধী কড়া একটি বিল আনার কথা জানিয়েছিলেন। সেই মতো অল্প কয়েকদিনের মধ্যে বিধানসভায় পাশ হয়ে যায় অপরাজিতা বিল ২০২৪।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv ananda bose criticises cm mamata banerjee regarding Aparajita Bill, মমতা ব্যানার্জি, অপরাজিতা বিল, সিভি আনন্দ বোস

মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোস।

Aparajita Bill: নারী সুরক্ষায় 'অপরাজিতা বিল ২০২৪' নিয়ে ধাক্কা রাজ্যের। রাজ্যপাল সিভি আনন্দ বোস ধর্ষণ-বিরোধী রাজ্যের এই বিলকে 'পলিটিকাল গিমিক' বলে খোঁচা দিয়েছেন। শুধু তাই নয়, এই বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি বলে দাবি করে রাজ্যের সমালোচনাও শোনা গিয়েছে সিভি আনন্দ বোসের মুখে। 

Advertisment

আরজি কর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধানসভায় তার সরকার মহিলা সুরক্ষায় নতুন একটি বিল আনতে চলেছে। সম্প্রতি সেই 'অপরাজিতা বিল ২০২৪' সম্প্রতি বিধানসভায় পাস করিয়েছে রাজ্য সরকার।

নিয়ম মতো সেই বিল এবার গিয়েছে রাজভবনে। সেখানেই ধাক্কা রাজ্যের। সরকারের সেই বিলটি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অরুণাচলের অনুকরণে তৈরি বলেও খোঁচা দিয়েছেন  সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, রাজ্য সরকারের এই তৎপরতাকে 'রাজনৈতিক গিমিক' বলে কটাক্ষ করতে দেখা গেছে রাজ্যপালকে। এই বিল সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা সন্দীপ ঘোষের! আবেদন শুনতেই কী বলল শীর্ষ আদালত?

আরও পড়ুন- Eastern Rail: রেলযাত্রীরা এখবর আগে পড়ুন! চালু হয়ে গেছে নয়া নিয়ম, না জানলে পস্তাতে হবে!

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! গর্বের মাইলফলক স্পর্শ পাতালরেলের

সিভি আনন্দ বোসের দাবি, "বিলটির সঙ্গে রাজ্য সরকারের তরফে টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি। বিলে সই করার ক্ষেত্রে যে রিপোর্ট পাওয়াটা জরুরি। টেকনিক্যাল রিপোর্ট পাঠানোর দায়বদ্ধতা রাজ্যের।" মোট কথা, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের যে সংঘাত ছিল তা যে নতুন করে আরও বাড়ল তা বলাই বাহুল্য।

Aparajita Woman and Child Bill 2024 CM Mamata banerjee cv ananda bose
Advertisment