Advertisment

Eastern Rail: রেলযাত্রীরা এখবর আগে পড়ুন! চালু হয়ে গেছে নয়া নিয়ম, না জানলে পস্তাতে হবে!

Eastern Rail-Indian Railway: যাত্রীদের সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে এর আগেও নানাবিধ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে রেলকে। এবারও তেমনই এক ব্যবস্থা চালু হয়েছে। ইতিমধ্যেই এই পদক্ষেপে আয়ও বাড়ছে রেলের। বিবৃতি দিয়ে এব্যাপারে তথ্য দিয়েছে রেল।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
train service resumed through platform no 1 to 5 at sealdah station

প্রতীকী ছবি।

Eastern Railway: যাত্রীদের মসৃণ পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ ভারতীয় রেল। রেল স্টেশন ও স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা নিয়ে আগেই বেশ কিছু ব্যবস্থা চালু করেছে রেল। সেই পদক্ষেপ থেকেই এবার আয়ও বাড়তে শুরু করেছে রেলের। এব্যাপারেই পূর্ব রেল বিবৃতি দিয়ে বেশ কিছু তথ্য দিয়েছে। সেই সঙ্গে বিবৃতিতে রয়েছে যাত্রীদের জন্য সতর্কবার্তাও। 

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি: 

রেল স্টেশন ও রেল চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF) একটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রেল স্টেশন ও রেল চত্বরের ভিতরে ধূমপান, আবর্জনা ফেলার কিংবা থুতু ফেলার জন্য এখন থেকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। অপরাধীদের কাছ থেকে টাকা আদায়ের জন্য দেওয়া হবে মানি ভ্যালু রিসিপ্ট (MVR), যেখানে জরিমানা হবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত!

এই নতুন প্রক্রিয়া ২৪ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের ওপর  ইতিমধ্যেই বিশাল প্রভাব ফেলেছে। জুলাই এবং আগস্ট মাসে ৫,৫৬৯ জন ধূমপায়ী থেকে মোট  ১১,১৩,৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, আর ৭,৮৯৮ জনের কাছ থেকে আবর্জনা ফেলায় জরিমানা করা হয়েছে মোট  ১১,২১,৭০০ টাকা।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! গর্বের মাইলফলক স্পর্শ পাতালরেলের

উল্লেখযোগ্য বিষয় হলো, এই জরিমানা থেকে প্রাপ্ত অর্থ রেলের ট্রেজারিতে জমা হবে এবং তা রেল পরিকাঠামো উন্নয়ন ও সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে পূর্ব রেল প্রতিশ্রুতিবদ্ধ। সকল যাত্রী এবং রেল কর্মচারীদের কাছে অনুরোধ, এই প্রচেষ্টায় সহযোগিতা করুন। রেল সুরক্ষা বাহিনী আরও কঠোরভাবে এই নিয়ম প্রয়োগ করবে এবং ভবিষ্যতে অপরাধের এই ধরনের অপরিচ্ছন্নতা সৃষ্টিকারী কার্যকলাপের হার কমানোর জন্য পূর্ব রেল সক্রিয় থাকবে।

আরও পড়ুন- Bird Flu: ফের ছড়াচ্ছে বার্ড ফ্লু! মুরগির ডিম-মাংস নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর দুর্নীতির তদন্তে ED, সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা, অভিযান একাধিক জায়গায়

 

Indian Rail Central Rail Indian Railways indian railway Eastern Railway
Advertisment