Advertisment

Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বিরাট আনন্দের খবর! গর্বের মাইলফলক স্পর্শ পাতালরেলের

Metro Railway, Kolkata: যাত্রী স্বার্থে এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত পরিষেবা দিতে মেট্রোরেলের দারুণ উদ্যোগ ফের একবার প্রশংসা কুড়িয়েছে।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
kolkata metro blue line streching last metro time, রাতে মেট্রো চলাচলের সময় বাড়ছে

মেট্রোরেল। ফাইল ছবি।

Kolkata Metro: আধুনিক প্রযুক্তিকে পাথেয় করে দুর্বার গতিতে এগোচ্ছে কলকাতা মেট্রোরেল। যাত্রী স্বার্থে আরও এক নজিরবিহীন পদক্ষেপ এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প দিনের মধ্যেই এই ব্যবস্থা সাদরে গ্রহণ করেছেন বহু যাত্রী। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে তাঁদের উদ্যোগের এই দারুণ জনপ্রিয়তার কথা জানানো হয়েছে।

Advertisment

মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি: 

‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে! এখন পর্যন্ত ৫ লক্ষ ৮০ হাজারের বেশি Android এবং ১৩ হাজার ৫০০-এর বেশি বেশি iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন। 
 
সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) দ্বারা তৈরি এই অ্যাপটি শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়। এই অ্যাপটি মেট্রো যাত্রীদের তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড ভিত্তিক টিকিট যেকোন সময় যেকোন স্থান থেকে বুক করতে সক্ষম করেছে। যাত্রীদের সুবিধার জন্য, 'মেট্রো রাইড কলকাতা' অ্যাপটি গত ২০২২ সালের ৫ মার্চ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং চলতি বছরের ২২ মার্চ থেকে iOS প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর দুর্নীতির তদন্তে ED, সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা, অভিযান একাধিক জায়গায়

আরও পড়ুন- West Bengal Weather Update: দানা বাঁধছে নিম্নচাপ, গণেশ পুজোয় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

 ৪.৯.২০২৪ পর্যন্ত ৫ লক্ষ ৮০ হাজারেরও বেশি Android ব্যবহারকারী Google Play Store থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং ১৩ হাজার ৫০০-এর বেশি iOS ব্যবহারকারী অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এই পরিসংখ্যানগুলি মেট্রো ব্যবহারকারীদের মধ্যে এই অ্যাপটির গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা নির্দেশ করে। 

আরও পড়ুন- Kolkata Police: পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল? কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি, চর্চায় এই তিন দুঁদে IPS

এটি সম্পর্কে আরও যাত্রীদের সচেতন করার জন্য, উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রো স্টেশনগুলির প্ল্যাটফর্ম টেলিভিশনগুলিতে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড এবং ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিশেষ প্রচারমূলক চলচ্চিত্রগুলি দেখানো হচ্ছে। মেট্রো কর্মীরা যাত্রীদের গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে এবং বিভিন্ন স্টেশনে এটি ব্যবহার করার পদ্ধতি দেখাতে সহায়তা করছেন।

kolkata metro east-west metro Metro
Advertisment