JU: ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল

Jadavpur University: ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Jadavpur University: ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
jadavpur university

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Governor sacked acting VC of Jadavpur University: অবসরের মাত্র তিন দিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে এই মর্মে উপাচার্যকে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হল বলেও জানানো হয়েছে রাজভবনের তরফে পাঠানো ওই চিঠিতে।

Advertisment

আবারও চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ (CV Ananda Bose)। সম্প্রতি ওয়েবকুপার সম্মেলন ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে উপাচার্যের ভূমিকা প্রশ্নের মুখে উঠেছিল। সেই অশান্তির জেরেই কি এবার উপাচার্যকে সরিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব ২০২৪ সালের এপ্রিল মাসে পেয়েছিলেন ভাস্কর গুপ্ত। এ মাসের ৩১ তারিখ তাঁর অবসর গ্রহণের কথা ছিল। ভাস্কর গুপ্তের উপাচার্য হিসেবে অবসর গ্রহণের মাত্র তিন দিন আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তাৎক্ষণিকভাবে আচার্যের এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। তবে কেন এই অপসারণ? সে ব্যাপারে কোনও তথ্য দেওয়া নেই ওই চিঠিতে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: মায়ানমারে প্রবল ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার অনুষ্ঠানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে বেরনোর সময়েই ক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করানো-সহ একাধিক দাবিতে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যাদবপুরের এক ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও জোরদার বিতর্ক তৈরি হয়।

আরও পড়ুন- Arjun Singh: গত ২৪ ঘণ্টায় অর্জুনকে ৫ বার নোটিশ, পুলিশকে শেষমেশ কী জানালেন BJP নেতা?

গতকালই কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানে রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের আনা যাবে না। ঠিক তার পরের দিনই রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভারপ্রাপ্ত উপাচার্যকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। 

Jadavpur University Bengali News Today cv ananda bose news in west bengal news of west bengal