Police notice to BJP leader Arjun Singh: গত ২৪ ঘণ্টার মধ্যে BJP নেতা অর্জুন সিংকে (Arjun Singh) নোটিশ পাঠিয়েছে পুলিশ। আজ অর্থাৎ শুক্রবার বেলা দু'টোর মধ্যে তাঁকে জগদ্দল থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যদিও আইনজীবী মারফত অর্জুনও জানিয়েছেন, দলের কাজে তিনি এই মুহূর্তে পাটনায় আছেন। তাই হাজিরার জন্য সময় চেয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। জগদ্দলের ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই সময় নিজের বাড়ি মজদুর ভবনের ভেতরেই ছিলেন অর্জুন। তাঁর দাবি, গুলির আওয়াজ পেয়ে তিনি অনুগামীদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। মেঘনা মোড়ের কাছে পৌঁছে যান তিনি। তবে অর্জুনের দাবি, তিনি যাওয়ার আগেই গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। বুধবার রাতের ওই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে বুধবার রাতের ওই ঘটনায় অর্জুন সিংই জড়িত বলে দাবি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকী অর্জুনই গুলি চালিয়েচেন বলেও দাবি সোমনাথের। এরপরেই বিজেপি নেতাকে নোটিশ পাঠাতে শুরু করে জগদ্দল থানার পুলিশ। গত ২৪ ঘন্টার মধ্যে পাঁচটি নোটিশ পাঠানো হয়েছে BJP নেতাকে। অর্জুন সিংয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য নথিপত্র নিয়ে জগদ্দল থানায় দেখা করতে বলা হয়েছে বিজেপি নেতাকে। গতকাল রাতের শেষ নোটিশেও অর্জুনকে বলা হয়েছে আজ শুক্রবার বেলা দু'টোর মধ্যে জগদ্দল থানায় হাজির হতে হবে।
আরও পড়ুন- West Bengal News Live: '৯ শতাংশ হিন্দু ভোট দেন না, এবার দিন', একথা বলেই মিঠুনের মুখে বাংলাদেশ প্রসঙ্গ
তবে অর্জুন সিং আইনজীবী মারফত পুলিশকে জানিয়েছেন, এই মুহূর্তে দলের কাজে পাটনায় রয়েছেন তিনি। তাই ওই নোটিশের পরিপ্রেক্ষিতে এখনই তাঁর পক্ষে জগদ্দল থানায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন BJP সাংসদ। এদিকে, অর্জুন সিংয়ের ছেলে পবন সিং জানিয়েছেন, তাঁর বাবা পুলিশের সঙ্গে সব সময় সহযোগিতা করতে প্রস্তুত। পুলিশকে তাঁর বাবা জানিয়েছেন, এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা তিনি আদালতের মাধ্যমেই করতে চান।
আরও পড়ুন- Mamata Banerjee: অক্সফোর্ডের মঞ্চে ধেয়ে এল আরজি কর 'বাণ'! 'সোজা ব্যাটে' খেলেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী
এদিকে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে বারবার পুলিশি নোটিশ পাঠানো নিয়ে সরব হয়েছেন দলের নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন বলেছেন, "যে সমস্ত পুলিশ এই নোটিশ দিচ্ছে তারা সাবধান হয়ে যান। রাজনীতির দাবা খেলায় তারা বোড়ে না হয়ে যান।"
আরও পড়ুন- Kolkata Weather Today: বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, মার্চেই ৪০ ছুঁতে পারে কোন কোন জেলার তাপমাত্রা?