West Bengal News Highlights: অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের

West Bengal News Highlights 28 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Highlights 28 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mass Protest Rally, RG Kar Case

News in West Bengal Highlights: হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই

Latest West Bengal News Highlights: আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা? গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি জানায় 'এটা গণধর্ষণ নয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে।' হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই।

Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল। সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তে বিস্মিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রবীন্দ্রভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ডেডলক হওয়ার পথে। এবার যাদবপুরকেও শাটডাউন করা হল। উপাচার্যকে অবসরের তিন দিন আগে যেভাবে সরানো হল, যেভাবে তাঁকে অপমান করা হল, সেই বিষয়টি দেখার জন্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব।" সেই সঙ্গে রাজ্যপাল তথা আচার্যের ভূমিকার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেছেন, "বালখিল্যপনা চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে।"

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প। মায়ানমারে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। মায়ানমার ছাড়াও ভারত, বাংলাদেশ,চিন, থাইল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে শহর কলকাতাও। মায়ানমারের ভূমিকম্পের প্রভাব কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়াতেও। মায়ানমারে এই ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.২। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশেও। রাজধানী ঢাকা-সহ ওপার বাংলার বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 

  • Mar 28, 2025 18:03 IST

    West Bengal News Live: আরজি কর কাণ্ডে গণধর্ষণ হয়নি, হাইকোর্টে জানাল সিবিআই

    আরজি কর কাণ্ডের নির্যাতিতাকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা? গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি জানায় 'এটা গণধর্ষণ নয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে।' হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই।



  • Mar 28, 2025 17:20 IST

    West Bengal News Live: আরজি কর কাণ্ডে ৩ পাতার স্টেটাস রিপোর্ট শিয়ালদহ আদালতে জমা সিবিআইয়ের

    শুক্রবার আরজি মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং হত্যা মামলায় শিয়ালদহ আদালতে তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তকারী এজেন্সির সূত্রের খবর, তিন জনের ফোন কল ডিটেলস গোয়েন্দাদের নজরে রয়েছে। আরও বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। সবকিছুই রিপোর্টে জানানো হয়েছে। 



  • Advertisment
  • Mar 28, 2025 16:17 IST

    West Bengal News Live:আটকে থাকা বাংলাদেশিদের ঈদের উপহার

    দুর্ঘটনার কবলে পড়েছিল বাংলাদেশি একটি জাহাজ। ভারতেই আটকে পড়েছেন ১২ জন বাংলাদেশী। ঈদ উৎসবের আগে তাঁদের হাতে উপহার তুলে দিল রাজ্য প্রশাসন। শুক্রবার সাগর থানা ও সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে ঈদের উপহার স্বরূপ ওই ১২ বাংলাদেশির হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশি জাহাজ এম ভি সি ওয়ার্ল্ড ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এরপরেই জাহাজ থেকে ১২ জন বাংলাদেশীকে উদ্ধার করে সাগরের কৃষ্ণনগর এলাকায় রাখার বন্দোবস্ত করে প্রশাসন। ঈদে দেশে ফিরতে না পারায় প্রশাসনের তরফে ওই বাংলাদেশিদের উৎসব উপহার তুলে দেওয়া হল।



  • Mar 28, 2025 16:10 IST

    West Bengal News Live:হাওড়া পুরসভার সামনে বামেদের প্রতিবাদ

    অবিলম্বে হাওড়া পুরনিগমে নির্বাচন ও বেলগাছিয়া কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে পথে বামেরা। হাওড়া পুরসভার সামনে বামেদের প্রবল বিক্ষোভ। হাতে লাল পতাকা নিয়ে বিক্ষোভ বাম কর্মী-সমর্থকদের। বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাম বিক্ষোভ রুখতে আগেভাগে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। পুলিশের ব্যারিকেড সরিয়ে এগনোর চেষ্টা বাম সমর্থকদের। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাম সমর্থকদের।  



  • Mar 28, 2025 15:42 IST

    West Bengal News Live:ঈদের ছুটি বাতিল

    এক মাসের পবিত্র রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই বছর আগামী ৩১ মার্চ ঈদ-উল-ফিতর পালিত হবে। ঈদের দিন এমনিতেই ন্যাশনাল হলিডে হিসেবে বিচার্য্য। সেই কারণে ওই দিন সারা দেশেই সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অধিকাংশ অফিসেই ছুটি থাকে। তবে সব ক্ষেত্রেই জরুরিকালীন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এমন ছুটির আওতার বাইরে থাকেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এবছর আগে থেকেই ৩১ মার্চ ঈদ-উল- ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল। অর্থাৎ ওই দিন দেশ জুড়ে সমস্ত ব্যাংকেই ছুটি ছিল। তবে পরবর্তী সময়ে ওই ছুটি বাতিল করা হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Eid al Fitr: ঈদের ছুটি বাতিল, ৩১ মার্চ অফিস যেতেই হবে এই সরকারি কর্মীদের



  • Mar 28, 2025 14:41 IST

    West Bengal News Live: অক্সফোর্ডে আরজি কর 'বাণ' মুখ্যমন্ত্রীকে

    প্রত্যাশিতভাবেই অক্সফোর্ডে আরজি কর বাণ মুখ্যমন্ত্রীকে। তবে আগে যেমনটা বলেছিলেন ঠিক তেমনভাবেই গোটা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একাই। গতকাল অক্সফোর্ডের কেলগ কলেজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তৃতা করার মাঝেই বাংলায় ভোট পরবর্তী হিংসা, আরজি করের ঘটনা এমনকী টাটার বিদায়-পর্ব নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে থাকেন কয়েকজন। রীতিমতো হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে চলে বিক্ষোভ। তবে সেই বিক্ষোভ পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দেন মুখ্যমন্ত্রী নিজেই। যাবতীয় সৌজন্য বজায় রেখেই বিক্ষোভকারীদের জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন- West Bengal News Live: 'বালখিল্যপনা চলছে শিক্ষা নিয়ে', যাদবপুরের উপাচার্যকে সরানো নিয়ে বোসকে তুলোধোনা ব্রাত্যর



  • Mar 28, 2025 12:30 IST

    West Bengal News Live:গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ

    রাজ্য সড়ক সংস্কার করা হয়েছে ইট দিয়ে, তারই জেরে ধুলোয় নাজেহাল সাধারণ মানুষ। এরই প্রতিবাদে বনগাঁ-বাগদা সড়কের আশারুতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের। আশারুতে  রাজ্য সড়কের সংস্কারের জন্য ইট দিয়ে সোলিং করা হয়েছিল । আর এই ইট সোলিংয়ের জন্য ধুলোয় নাজেহাল স্থানীয় মানুষ। রাস্তার পাশে থাকা বিপজ্জনক গাছ যখন তখন ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয় মানুষ । রাস্তা সংস্কার ও দ্রুত বিপজ্জনক গাছ কাটার দাবিতে শুক্রবার সকালে স্থানীয় সাধারণ মানুষ বনগাঁ-বাগদা সড়কের আশারুতে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। শেষমেশ পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।  



  • Mar 28, 2025 12:28 IST

    West Bengal News Live:এবারের রামনবমী নিয়ে কী বললেন শুভেন্দু?

    এবছর আরও বড় আকারে রামনবমী পালনের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গতকাল বারুইপুরের প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, "আগামী ৬ তারিখ রামনবমী। এখন থেকেই প্র্যাকটিস করতে হবে তো।" কিছুদিন আগেই এই রামনবমী নিয়ে বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল, "গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল। ১ হাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে। এক কোটি হিন্দু রাস্তায় থাকবে।"



  • Mar 28, 2025 12:10 IST

    West Bengal News Live:চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন!

    রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার সিংহের সফল প্রজনন, এমন ঘটনায় তাক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সিংহ শাবকের জন্মের ১১ মাস পর বিষয়টি প্রকাশ্যে আনলেন বনমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বীরবাহা হাঁসদা। সাফারি পার্ক কর্তৃপক্ষের দাবি, সিংহ দম্পতি সুরজ ও তনয়ার দুটি শাবকের জন্ম হয়েছিল। কিন্তু একটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল, তাই কিছু দিনের মধ্যেই তার মৃত্যু হয়। তবে অপরটিকে সাফারির চিকিৎসা কেন্দ্রে রেখে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয়েছে। আপাতত সুস্থ রয়েছে ওই শাবকটি। আর নতুন অতিথির আগমনে ব্যাপক খুশি সাফারি পার্ক কর্তৃপক্ষ।


    বিস্তারিত পড়ুন- চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন! পর্যটকদের জন্য দারুণ খবর শোনালেন বনমন্ত্রী



  • Mar 28, 2025 11:23 IST

    West Bengal News Live:গত ২৪ ঘণ্টায় অর্জুনকে ৫ বার নোটিশ

    গত ২৪ ঘণ্টার মধ্যে BJP নেতা অর্জুন সিংকে (Arjun Singh) নোটিশ পাঠিয়েছে পুলিশ। আজ অর্থাৎ শুক্রবার বেলা দু'টোর মধ্যে তাঁকে জগদ্দল থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যদিও আইনজীবী মারফত অর্জুনও জানিয়েছেন, দলের কাজে তিনি এই মুহূর্তে পাটনায় আছেন। তাই হাজিরার জন্য সময় চেয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ।

    বিস্তারিত পড়ুন- Arjun Singh: গত ২৪ ঘণ্টায় অর্জুনকে ৫ বার নোটিশ, পুলিশকে শেষমেশ কী জানালেন BJP নেতা?



  • Mar 28, 2025 10:39 IST

    West Bengal News Live:টেন্ডার ডেকে ইঞ্জিনিয়ার নিয়োগ

    পূর্ব বর্ধমানে অবাক ঘটনা। পূর্ব বর্ধমান জেলা পরিষদে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য ইন্টারভিউয়ের বদলে টেন্ডার ডাকার ঘটনা প্রকাশ্যে আসতেই স্বোচ্চার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। মূলত তাঁদের চাপে নতিস্বীকার করে শেষ পর্যন্ত জেলা পরিষদ ওই টেন্ডার বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছে। এমন আজব-কাণ্ড জেনে স্তম্ভিত খোদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও। প্রতিবাদে স্বোচ্চার হয়েছে বিরোধীরাও। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: টেন্ডার ডেকে ইঞ্জিনিয়ার নিয়োগ, জেলা পরিষদের কীর্তিতে তাজ্জব মন্ত্রী



  • Mar 28, 2025 10:32 IST

    West Bengal News Live:বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

    আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনে আরও চড়বে পারদ। তবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোন কোনও জেলার তাপমাত্রা মার্চের শেষেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে।

    বিস্তারিত পড়ুন-   Kolkata Weather Today: বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, মার্চেই ৪০ ছুঁতে পারে কোন কোন জেলার তাপমাত্রা?



  • Mar 28, 2025 10:31 IST

    West Bengal News Live: গ্রেফতার ৩ বাংলাদেশি

    সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সমস্যা যেন কিছুতেই মিটছে না। নদিয়া থেকে ফের গ্রেফতার তিন বাংলাদেশী। নদিয়ার গাংনাপুর থানার পুলিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছিল। ওই তিনজনের আচরণ সন্দেহজনক হওয়ায় প্রথমে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয় তারা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক। অবৈধভাবে এদেশে ঢোকার জন্য তাদের গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার দায়ে গত কয়েক মাসে শুধু নদিয়া থেকেই ৩০০-এর বেশি বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন।



Suvendu Adhikari Suvendu Adhikary CM Mamata banerjee Bengali News Today news in west bengal news of west bengal