Mamata Banerjee: চাকরিহারা গ্রুপ-C ও D কর্মীদের জন্য 'বিরাট ঘোষণা', নিহত পর্যটকদের পরিবারকেও সাহায্য

WB SSC Scam: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর। এবার চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের জন্য বিকল্প অস্থায়ী বন্দোবস্ত রাজ্য সরকারের।

WB SSC Scam: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর। এবার চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের জন্য বিকল্প অস্থায়ী বন্দোবস্ত রাজ্য সরকারের।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee Inaugurate 125 MW Solar Energy Park at Goaltore

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

Govt decides to provide allowance to jobless SSC Group C and D employees: SSC-এর চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য শেষমেশ বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার নবান্নের বৈঠক থেকেই চাকরিহারা একদা এই রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি ও ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত পর্যটকদের পরিবারের পাশেও দাঁড়িয়েছে সরকার। সেই সঙ্গে নদিয়ার তেহট্টের নিহত সেনাকর্মীর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

শীর্ষ আদালতের নির্দেশে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মচারী মিলিয়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্ট সম্প্রতি চাকরিহারা শিক্ষকদের নতুন প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে যাবেন এবং মাইনেও পাবেন। তবে শিক্ষা-কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি শীর্ষ আদালত। সেই কারণেই এবার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসে মাসে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে পাবেন। শিক্ষক-শিক্ষিকাদের মত চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের বিষয়টি নিয়েও রিভিউ পিটিশনে রাজ্য। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অশিক্ষক-কর্মচারীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।

আরও পড়ুন- Hooghly News: পাকিস্তানে আটকে স্বামী, উৎকণ্ঠায় ঘুম উড়েছে জওয়ানের স্ত্রীর, পাঠানকোটে যাওয়ার সিদ্ধান্ত

Advertisment

এছাড়াও এদিন পহেলগাঁওয়ে নিহত বাংলার পর্যটকদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত তিন বাঙালি পর্যটকের পরিবারকেই এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে রাজ্যের তরফে। নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক পরিস্থিতি ভালো নয়। বিতানের বাবার জন্য মাসে ১০ হাজার টাকা করে পেনশন ফান্ডের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিতানের মায়ের নামে হবে স্বাস্থ্য সাথী কার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এছাড়াও বেহালা এবং পুরুলিয়ায় নিহত বাঙালি পর্যটকের পরিবারের কেউ চাকরি চাইলে তারও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। তেহট্টের নিহত সেনাকর্মীর পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- West Bengal News Live:পহেলগাঁওয়ে জঙ্গি হানার তদন্তে কলকাতায় NIA, নিহত বিতান-সমীরের বাড়িতে অফিসাররা

CM Mamata banerjee WB SSC Scam SSC recruitment