Barasat News: ফাঁকা বাড়ির সুযোগে নাতনিকে 'যৌন নির্যাতন' দাদুর, বাবার কঠোর শাস্তি চান ছেলেও

North 24 Parganas News: নক্কারজনক এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

author-image
Utsab Mondal
New Update
NULL

প্রতীকী ছবি।

Grandfather accused of sexually assaulting granddaughter in Barasat: ৯ বছরের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। নির্যাতিতা মা তাঁর শ্বশুরের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা। 

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন শিশুকন্যার মা ও দিদা। বাড়িতে দাদুর কাছেই ছিল একরত্তি ওই শিশু কন্যাটি। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে তার দাদু। দুপুরে শিশুটির মা বাড়ি এসে দেখেন ঘরে কাঁদছে বাচ্চা মেয়েটি। জিজ্ঞাসা করলে শিশুটি তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানায় তার মাকে। 

যা শুনে হতবাক হয়ে যান নির্যাতার মা। বিষয়টি তিনি জানান তার বাপের বাড়ির লোকেদের। এরপর সন্ধ্যা নাগাদ বাপের বাড়ির লোকেদের সঙ্গে নিয়ে তিনি বারাসত থানায় যান এবং শ্বশুরের বিরুদ্ধে তার নয় বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগ FIR হিসেবে নিল পুলিশ, বিশ্ববিদ্যালয়ে ধরনায় পড়ুয়ারা

Advertisment

এদিকে, এই ঘটনার কথা এলাকায় ছ়ডিয়ে পড়তেই ক্ষোভ বাড়ে। অভিযুক্তর বাড়ির সামনে চড়াও হয় এলাকার বাসিন্দারা। অভিযুক্তের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তারা দাবি করেন, অভিযুক্ত এর আগেও একাধিকবার এমন কাণ্ড ঘটিয়েছেন। পরিবারের মান-সম্মানের কথা ভেবে তখন সকলে বিষয়টি চেপে গিয়েছে। এবার ওই শিশুকন্যার সঙ্গে তারই দাদুর এমন আচরণে যারপরনাই ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন তারা। এদিকে, শিশুকন্যার বাবা তার মেয়ের সঙ্গে হওয়া আচরণে স্বভাবতই ক্ষুব্ধ। নিজের বাবার উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনিও। 

আরও পড়ুন- Kasba Death Case: কসবার হালতুতে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী দম্পতি, পুলিশি তদন্তে গ্রেফতার আরও ১

Bengali News Today North 24 Pargana molestation news in west bengal news of west bengal