Kasba Death Case: কসবার হালতুতে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী দম্পতি, পুলিশি তদন্তে গ্রেফতার আরও ১

Kasba Death Case: ট্যাংরায় নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ঠিক একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে কসবার হালতুতে। ওই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল দু'জনকে। এবার গ্রেফতার আরও ১।

author-image
IE Bangla Web Desk
New Update
Kasba Death Case: কসবার হালতুতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

Kasba Death Case: কসবা-কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।

Kolkata Kasba Death Case, one more arrested: কসবার হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এবার আরও একজন গ্রেফতার। মৃত দম্পতির সুইসাইড নোটের ভিত্তিতে আগেই গ্রেফতার করা হয়েছিল সোমনাথ রায়ের মামা-মামিকে। এবার গ্রেফতার এক লোন এজেন্ট। ওই ব্যক্তিরও নাম সুইসাইড নোটে ছিল বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

Advertisment

ট্যাংরায় দে পরিবারের তিনজনের হত্যাকাণ্ড নিয়ে রহস্যের আবহে কসবার হালতুতে ঠিক একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে। পেশায় অটোচালক সোমনাথ রায় আর্থিক দেনায় জর্জরিত ছিলেন। একমাত্র ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। মাথার উপর বিপুল টাকা দেনা হয়ে গিয়েছিল তাঁর। এই দেনার দায় থেকে চিরতরে মুক্তি পেতে অবশেষে চরম সিদ্ধান্ত নেন সোমনাথ ও তাঁর স্ত্রী সুমিত্রা রায়।

নিজেদের একমাত্র আড়াই বছরের ছেলে রুদ্রনীলকে শ্বাসরোধ করে খুনের পর স্বামী-স্ত্রী দু'জনেই আত্মঘাতী হয়েছেন। তার আগে দেওয়ালে পেন্সিলে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন রায় দম্পতি। তারই ভিত্তিতে আগেই সোমনাথ রায়ের মামা-মামিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার এক লোন এজেন্টকে। ধৃতের নাম চঞ্চল মুখোপাধ্যায়। 

আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগ FIR হিসেবে নিল পুলিশ, বিশ্ববিদ্যালয়ে ধরনায় পড়ুয়ারা

Advertisment

লোন নিয়ে সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না সোমনাথ। তারই জেরে সোমনাথকে দফায়-দফায় চাপ সৃষ্টি করেছিলেন এই চঞ্চল মুখোপাধ্যায় নামে ব্যক্তি, এমনই দাবি করা হয়েছিল সেই সুইসাইড নোটে। পুলিশ সূত্র মারফত এমনই খবর মিলেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চঞ্চল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে কসবার হালতুতে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৩।

আরও পড়ুন- Kolkata Triple Murder: মেয়ের বিছানার সামনে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন প্রসূন, ট্যাংরার নৃশংস-কাণ্ডের পুনর্নির্মাণ

kolkata Bengali News Today news in west bengal news of west bengal Kasba death