/indian-express-bangla/media/media_files/2025/08/24/greter-noida-dowry-murder-2025-08-24-11-53-02.jpg)
"বাবা মাকে পুড়িয়ে মেরেছে..."ভয়াবহ মৃত্যুর বর্ণনা নিষ্পাপ শিশুর, শিউরে উঠল দেশবাসী
Dowry Horror: "বাবা মাকে পুড়িয়ে মেরেছে..." মায়ের ভয়াবহ মৃত্যুর বর্ণনা নিষ্পাপ শিশুর
গ্রেটার নয়ডায় হাড়হিম ঘটনা। যৌতুকের দাবিতে নিক্কি নামে বছর ২৬-এর গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাকে ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হলেও পথে মৃত্যু হয় তার।
পরিবার সূত্রে জানা গিয়েছে নিক্কির বিয়ে হয়েছিল ২০১৬ সালে বিপিন নামে এক ব্যক্তির সঙ্গে। পরিবারের দাবি, বিয়ের সময় একটি এসইউভি গাড়ি ও নানা মূল্যবান সামগ্রী যৌতুক দেওয়া হয়েছিল। তবুও শ্বশুরবাড়ির পক্ষ থেকে আরও ৩৫ লক্ষ টাকা এবং একটি নতুন গাড়ি দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় দীর্ঘদিন ধরেই চলছিল অত্যাচার।
আরও পড়ুন- বিরাট দুর্ঘটনা এড়ালো আজিমগঞ্জ এক্সপ্রেস! চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল, আতঙ্কে যাত্রীরা
বৃহস্পতিবার রাতে চূড়ান্ত রূপ নেয় নির্যাতন। নিক্কির বোন কাঞ্চনের অভিযোগ, বিপিন প্রথমে নিক্কিকে নির্মমভাবে মারধর করে, তারপর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বোনকে বাঁচাতে পারেননি। প্রতিবেশীরা ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
এদিকে, এই ঘটনার পর নিক্কির ছোট ছেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়—“বাবা লাইটার দিয়ে মাকে পুড়িয়ে দিয়েছেন।” ভিডিও প্রকাশ্যে আসতেই মানুষের ক্ষোভ আরও বাড়ছে।
নিকির কাকা রাজ সিং জানান, এর আগে বহুবার গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করা হলেও সমাধান হয়নি। শ্বশুরবাড়ির অত্যাচার কখনও থামেনি।
আরও পড়ুন-'কেন এত বছরেও হয়নি', মোদীর হাতে তিন মেট্রো রুটের উদ্বোধনের পরই গর্জে উঠলেন দিলীপ
ঘটনার পর স্বামী বিপিন, শাশুড়ি দয়া, শ্বশুর সতবীর এবং ভগ্নিপতি রোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেটার নয়ডার এডিসিপি সুধীর কুমার জানিয়েছেন, মূল অভিযুক্ত বিপিনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।