/indian-express-bangla/media/media_files/2025/09/04/gst-rates-revised-2025-09-04-08-51-09.jpg)
জিএসটি কাঠামোর বিরাট রদবদল, মমতার চাপেই নতিস্বীকার? বড় দাবি তৃণমূলের
GST Rates Revised: আগামী ২২ সেপ্টেম্বর থেকে একাধিক পণ্যে জিএসটি কমছে। বুধবার ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, স্বাস্থ্য ও জীবনবিমায় আর কোনও জিএসটি লাগবে না। এতদিন যেখানে ১৮ শতাংশ কর ধার্য করা হত, এখন সেই কর একেবারেই তুলে দেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবনবিমা—টার্ম লাইফ, ইউএলআইপি কিংবা এনডাওমেন্ট—সব ধরনের পলিসি ও তার পুনর্বিমা এবং স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও (ফ্যামিলি ফ্লোটার ও প্রবীণ নাগরিকদের বিমা সহ) সম্পূর্ণ কর ছাড় মিলবে।
Hon’ble Prime Minister Shri @narendramodi announced the Next-Generation GST Reforms in his Independence Day address from the ramparts of Red Fort.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 3, 2025
Working on the same principle, the GST Council has approved significant reforms today.
These reforms have a multi-sectoral and… pic.twitter.com/NzvvVScKCF
অর্থমন্ত্রী জানান, এই সংস্কারের মূল লক্ষ্য সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। বিমা পরিষেবা আরও সাশ্রয়ী করা এবং দেশে বিমা কভারেজ বাড়ানোই উদ্দেশ্য। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও শ্রমনির্ভর শিল্পগুলিকেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কর কাঠামো পুনর্বিবেচনা করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই করের হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
আরও পড়ুন- সেনাকে নিয়ে ব্রাত্যর মন্তব্যে উত্তাল রাজনীতি, এবার শিক্ষামন্ত্রীকে ফেলে পেটানোর নিদান হেভিওয়েট বিজেপি নেতার
জিএসটি সংস্কারের আওতায় রুটি, দুধ, পনিরের মতো খাদ্যপণ্যে কর পুরোপুরি মকুব করা হয়েছে। তেল, ঘি, মাখন, নুডলস, বিস্কুট, চানাচুর, পাস্তা, সস-সহ বহু খাদ্যপণ্যে জিএসটি নামানো হয়েছে ৫ শতাংশে। চিকিৎসা সামগ্রী যেমন থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও কর কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। কৃষিক্ষেত্রে কীটনাশক, ট্র্যাক্টর-সহ বিভিন্ন সরঞ্জামে করহার কমানোয় সবজির দামও কমার সম্ভাবনা।
ইলেকট্রনিক্স ও যানবাহন ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। এসি, টিভি, ওয়াশিং মেশিন, মনিটর, ছোট গাড়ি, বাস, ট্রাক এবং ৩৫০ সিসির কম মোটরবাইকের জিএসটি ১৮ শতাংশে নামানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য খাতা, পেনসিল, রবার, ম্যাপ—সবকিছুতেই জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে । তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, দামী গাড়ি ও ৩৫০ সিসির বেশি বাইকের ক্ষেত্রে করহার বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।
এই সিদ্ধান্তকে “সাধারণ মানুষের জয়” বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, দীর্ঘদিনের আন্দোলনের চাপে অবশেষে মোদী সরকারকে নতিস্বীকার করতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের ২ আগস্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা এক চিঠিতে স্বাস্থ্য ও জীবনবিমায় জিএসটি-কে “গণবিরোধী” বলে আখ্যা দিয়েছিলেন।
আরও পড়ুন-বঙ্গ রাজনীতিতে ছন্দপতন, না ফেরার দেশে ৫ বারের দাপুটে বিধায়ক, রাজনৈতিক মহলে শোকের ছায়া
তৃণমূলের সরকারি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন যে বিমা প্রিমিয়ামে কর বসানো নিষ্ঠুর সিদ্ধান্ত। অবশেষে চাপের মুখে মাথানত করতে বাধ্য হয়েছে মোদী সরকার।” দলের বক্তব্য, প্রতিটি জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে, রাস্তায়, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আন্দোলন চলবে।
A victory for common people. A victory wrested from a tone-deaf regime that only listens when forced.
— All India Trinamool Congress (@AITCofficial) September 3, 2025
From day one, Smt. @MamataOfficial warned the Finance Minister that taxing insurance premiums was cruel, anti-people, and would deter families from securing their future,… https://t.co/8ya9etOs4Ypic.twitter.com/4Hav2SjIdp