দুধ, পনির, তেল, সাবান থেকে শুরু করে টিভি, ফ্রিজ...! সস্তা হবে এই সব জিনিসপত্র, দেখুন সম্পুর্ণ তালিকা

নবরাত্রির দিন থেকে দেশবাসীকে বিরাট উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল থেকে জিএসটি-হারের পরিবর্তনের ফলে প্রায় ৩৭৫টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে।

নবরাত্রির দিন থেকে দেশবাসীকে বিরাট উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল থেকে জিএসটি-হারের পরিবর্তনের ফলে প্রায় ৩৭৫টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

সস্তা হবে এই সব জিনিসপত্র, দেখুন সম্পুর্ণ তালিকা

দুধ, পনির, তেল, সাবান থেকে শুরু করে টিভি, ফ্রিজ... নবরাত্রির প্রথম দিন থেকেই সস্তা হবে এই সব জিনিসপত্র, দেখুন সম্পুর্ণ তালিকা

Advertisment

নবরাত্রির দিন থেকে দেশবাসীকে বিরাট উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল থেকে জিএসটি-হারের পরিবর্তনের ফলে প্রায় ৩৭৫টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে কমে যাবে। জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রাহকরা। 

রান্নাঘরের সাধারণ ব্যবহারের জিনিসপত্র যেমন ঘি, পনির, মাখন, স্ন্যাকস, কেচাপ, জ্যাম, শুকনো ফল, কফি ও আইসক্রিমের মত পণ্যের দাম কমবে। পাশাপাশি টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি) এবং ওয়াশিং মেশিনের মতো পণ্যের দামও কমতে চলেছে। জিএসটি হ্রাসের প্রভাবে  বেশ কিছু ভোগ্যপণ্য (এফএমসিজি) কোম্পানি ইতিমধ্যেই দাম কমানোর ঘোষণা করেছে। 

Advertisment

Bikes Under 1 Lakh: জিএসটি কমার পর আরও সাশ্রয়ী হল জনপ্রিয় সেরা বাইক, এক লাখের কমে এত অপশন?

ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রেও খুশির খবর। বেশিরভাগ ওষুধ, গ্লুকোমিটার এবং ডায়াগনস্টিক কিটের উপর জিএসটি হার ৫ শতাংশে নামানো হয়েছে, ফলে সাধারণ মানুষের জন্য ওষুধ আরও সাশ্রয়ী হবে। এছাড়াও সিমেন্টের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। সরকার ইতিমধ্যেই ফার্মেসিগুলিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) সংশোধন করতে এবং জিএসটি হ্রাসের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে।

যানবাহনের ক্ষেত্রে জিএসটি হ্রাস সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। অনেক গাড়ি কোম্পানি ইতিমধ্যেই দাম কমানোর ঘোষণা করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে চুলের তেল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ এবং টুথপেস্টের উপর কর ১২/১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ট্যালকম পাউডার, ফেস পাউডার, শেভিং ক্রিম এবং আফটারশেভ লোশনের মতো অন্যান্য জিনিসের উপরও কর কমে ৫ শতাংশে নেমে এসেছে। 

Jio vs Airtel: জিও এয়ারটেলের নজরকাড়া প্রতিযোগিতা, ৫০০ টাকার কমে সেরা বেনিফিট দিচ্ছে কোন সংস্থা?

২২ সেপ্টেম্বর থেকে জিএসটির দুটি স্তর কার্যকর হবে। বেশিরভাগ পণ্য ও পরিষেবার উপর ৫ থেকে ১৮ শতাংশের মধ্যে কর আরোপ করা হবে। বিলাসবহুল পণ্যের উপর ৪০ শতাংশ কর আরোপ করা হবে। 

GST