/indian-express-bangla/media/media_files/gSylC8rGwx7kjWasw1sF.jpg)
Kolkata Metro: প্রতীকী ছবি।
Kolkata Metro: মেট্রোর লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কিংবা আত্মহত্যার চেষ্টার ঘটনা মাঝেমধ্যেই সামনে আসে। মর্মান্তিক সেই পরিণতি এড়াতে এবার যুগান্তকারী পদক্ষেপ কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের। পরীক্ষামূলকভাবে এই পদক্ষেপ শুরু কলকাতা মেট্রোর। সেই সঙ্গে মেট্রোর লাইনে আত্মহত্যা এড়াতে আবারও সচেতনতামূলক বার্তা মেট্রো কর্তৃপক্ষের।
মেট্রো রেলওয়ের ব্লু লাইন, হল দেশের প্রাচীনতম মেট্রো করিডর। গত ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে কলকাতা মেট্রো ৪০ বছরের সুদীর্ঘ যাত্রাপথ পূর্ণ করেছে। সাম্প্রতিক সময়ে এই মেট্রো করিডোরে অনেক যাত্রী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। যেহেতু এটি একটি পুরানো করিডোর, মেট্রো কর্তৃপক্ষ প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে গার্ডরেল বসানোর তৎপরতা নিয়েছে। যাতে আত্মহত্যা করার জন্য রেলট্র্যাকে যাত্রীদের লাফিয়ে পড়া আটকানো যায়।
পরীক্ষামূলক ভিত্তিতে, কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেলগুলি এমনভাবে বসানো হচ্ছে যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। এই গার্ডরেলের উচ্চতা ৪ ফুট। ইতিমধ্যে, ৩১টির মধ্যে কালীঘাট স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে ৭টি এই ধরনের গার্ডরেল বসানো হয়েছে।
আরও পড়ুন- Eastern Rail: শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! কালীপুজো-দীপাবলিতে বাম্পার বন্দোবস্ত
/indian-express-bangla/media/media_files/2024/10/26/Jv2jHwPOHYS5HnmT40eQ.jpg)
আরও পড়ুন- Kali Puja 2024: ডাকাতদের হাতে পুজোর শুরু, পাঁচ-বোনের এই কালীপুজোর নিয়ম জানলে অবাক হবেন
বাকিগুলি কালীঘাট মেট্রো স্টেশনে কালীপুজোর সময়ে বসানো হবে বলে আশা করা হচ্ছে। এই তৎপরতার পর যাত্রীদের প্রতিক্রিয়া দেখা হবে। তারপর অন্যান্য ব্লু লাইন স্টেশনগুলির প্ল্যাটফর্মেও এই ধরনের গার্ডরেল বসানোর উদ্যোগ নেওয়া হবে।