Eastern Rail-Sealdah Division: যে কোনও উৎসবের দিনেই যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালায় রেল। এর আগে দুর্গাপুজোর দিনগুলিতেও বাড়তি ট্রেন চালিয়েছিল রেল। শিয়ালদহ-হাওড়া ডিভিশনে যাত্রীদের চাপ সামলাতে পুজোর দিনগুলিতে অতিরিক্ত পরিষেবায় দারুণ সুবিধা হয়েছিল যাত্রীদের। এবার সামনেই কালীপুজো-আলোর উৎসব দীপাবলি। এই আবহে এবার যাত্রীদের স্বার্থে দারুণ বন্দোবস্ত রেলের। বিবৃতি দিয়ে এব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে রেলের তরফে।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
কালীপুজো (Kali Puja 2024) ও দীপাবলির (Diwali 2024) সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রী সুবিধার্থে এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে। বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:
শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
আরও পড়ুন- Eastern Rail: ঝাঁ চকচকে ঘর, নামমাত্র খরচ! জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রগুলিতে এবার থাকুন রেলের 'অতিথি' হয়ে
আরও পড়ুন- West Bengal Weather Update: কালীপুজোয় প্রবল বৃষ্টি? শনিবার সকালে আবহাওয়ার উন্নতিতেই মিলল বড় আপডেট!
শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
আরও পড়ুন- GK: ভাবতেই পারবেন না! এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে 'বড়লোক' জেলার নাম শুনলে ভিরমি খাবেন
শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
এছাড়াও, শিয়ালদহ বিভাগ ৩১.১০.২০২৪ তারিখে সপ্তাহের অন্যান্য দিনের পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে।