Advertisment

Eastern Rail: শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! কালীপুজো-দীপাবলিতে বাম্পার বন্দোবস্ত

Kali Puja 2024-Diwali 2024: যাত্রীদের সুবিধার্থে এর আগেও নানা পদক্ষেপ করতে দেখা গিয়েছে রেলকে। এবার কালীপুজো-দীপাবলিতেও অভূতপূর্ব উদ্যোগ পূর্বরেলের।

author-image
Joyprakash Das
New Update
Local Train, Sealdah Division, Eastern Railway

প্রতীকী ছবি।

Eastern Rail-Sealdah Division: যে কোনও উৎসবের দিনেই যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালায় রেল। এর আগে দুর্গাপুজোর দিনগুলিতেও বাড়তি ট্রেন চালিয়েছিল রেল। শিয়ালদহ-হাওড়া ডিভিশনে যাত্রীদের চাপ সামলাতে পুজোর দিনগুলিতে অতিরিক্ত পরিষেবায় দারুণ সুবিধা হয়েছিল যাত্রীদের। এবার সামনেই কালীপুজো-আলোর উৎসব দীপাবলি। এই আবহে এবার যাত্রীদের স্বার্থে দারুণ বন্দোবস্ত রেলের। বিবৃতি দিয়ে এব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে রেলের তরফে।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি: 

কালীপুজো (Kali Puja 2024) ও দীপাবলির (Diwali 2024) সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রী সুবিধার্থে এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে। বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:

শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।

শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।

আরও পড়ুন- Eastern Rail: ঝাঁ চকচকে ঘর, নামমাত্র খরচ! জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রগুলিতে এবার থাকুন রেলের 'অতিথি' হয়ে

আরও পড়ুন- West Bengal Weather Update: কালীপুজোয় প্রবল বৃষ্টি? শনিবার সকালে আবহাওয়ার উন্নতিতেই মিলল বড় আপডেট!

শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।

আরও পড়ুন- GK: ভাবতেই পারবেন না! এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে 'বড়লোক' জেলার নাম শুনলে ভিরমি খাবেন

শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।

এছাড়াও, শিয়ালদহ বিভাগ ৩১.১০.২০২৪ তারিখে সপ্তাহের অন্যান্য দিনের পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে।

Eastern Railway Sealdah Division Kalipuja 2024 diwali 2024
Advertisment