TMC leader attack:কালীপুজোর দিনে দাপুটে তৃণমূল নেতাকে পরপর গুলি, চাঞ্চল্যকর কাণ্ডে এলাকায় তোলপাড়

West Bengal news:কালীপুজোর সকালে ওই তৃণমূল নেতার ওপর গুলি চালানো হয়। সৌভাগ্যবশত তিনি প্রাণে বেঁচে যান এবং হামলাকারীর সঙ্গে প্রতিক্রিয়া দেখান। পুলিশ তদন্ত শুরু করেছে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীকে শনাক্তের চেষ্টা চলছে।

West Bengal news:কালীপুজোর সকালে ওই তৃণমূল নেতার ওপর গুলি চালানো হয়। সৌভাগ্যবশত তিনি প্রাণে বেঁচে যান এবং হামলাকারীর সঙ্গে প্রতিক্রিয়া দেখান। পুলিশ তদন্ত শুরু করেছে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীকে শনাক্তের চেষ্টা চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nirmal Dutta,  TMC leader attack,  Bidhannagar shooting,  Trinamool Congress , gun attack on politician,  West Bengal news  ,Kali Puja incident  ,political violence in Bengal,  TMC leader injured,  Bidhannagar crime,নির্মল দত্ত  ,তৃণমূল কংগ্রেস,  বিধাননগর,  গুলি হামলা  ,কালীপুজো ঘটনা,  বিজেপি,  তৃণমূল নেতা আহত , পুলিশ তদন্ত  ,দুষ্কৃতী শনাক্তকরণ

TMC: প্রতীকী ছবি।

কালীপুজোর দিন সকালে তৃণমূলের এক নেতার ওপর প্রাণঘাতী হামলায় তীব্র চাঞ্চল্য ছড়াল বিধাননগরের দত্তাবাদ এলাকায়। আইএনটিটিইউসি-র বিধাননগর সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের ওপর এদিন গুলি চালায় এক দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

Advertisment

সূত্রের খবর, এদিন সকালে দত্তাবাদ এলাকার ওয়ার্ড অফিসে কাজের তদারকি করতে গিয়েছিলেন নির্মলবাবু। সেই সময় হঠাৎ এক যুবক খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে টানা কয়েকটি গুলি ছোড়ে। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে প্রাণে রক্ষা পান তৃণমূল নেতা।

আরও পড়ুন- Suvendu Adhikari:‘মা কালীর খড়গই শেষ করবে ধর্ষকদের, মমতা সরকারের আমলে কন্যারা নিরাপদ নয়', তোপ শুভেন্দুর

Advertisment

ঘটনার পর নির্মল দত্ত নিজেই ওই দুষ্কৃতীকে জাপটে ধরেন বলে জানা গিয়েছে। তবে পালানোর সময় বন্দুকের বাঁট দিয়ে নির্মলবাবুর মাথায় সজোরে আঘাত করে দুষ্কৃতীটি এলাকা থেকে পালিয়ে যায়।

চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর সিটি পুলিশের একাধিক আধিকারিক। এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।

আরও পড়ুন- North Bengal:উত্তরবঙ্গের লুকনো রত্ন চিসাং! অপরূপ, অসাধারণ এই প্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তদন্তকারীরা আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন দুষ্কৃতীকে শনাক্ত করার জন্য।

আরও পড়ুন-Kali Puja 2025: কাটোয়ার ক্ষেপি মায়ের পুজো: শান্তি, সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক

অন্যদিকে, নির্মল দত্ত জানিয়েছেন, তিনি হামলাকারীদের বিষয়ে নিশ্চিত নন। কে বা কারা তাঁর ওপর এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না। কালীপুজোর সকালে এমন ঘটনায় বিধাননগরের দত্তাবাদ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Attacked Shootout police tmc