/indian-express-bangla/media/media_files/2025/03/01/60kg5W8xEB2Lsd1jcw1l.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আবারও রাজ্যের শাসকদলকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের একবার তৃণমূলকে নিশানা নন্দীগ্রামের BJP বিধায়কের। রাজ্যে একাধিক ধর্ষণ, নারী নির্যাতন ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধেই কড়া ভাষায় তোপ দেগেছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "বাংলায় ধর্ষক বেড়ে গিয়েছে। কোনও কন্যা, বোন সুরক্ষিত নয়। ধর্ষকদের শেষ করতে মা কালীর খড়গটা লাগবে। অভয়া থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, আমাদের কোনও বোন, কোনও মেয়ে এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল ও মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদের শেষ করার জন্য। এই প্রার্থনা করি মায়ের কাছে।''
তাঁর কথায়, "কালীমাতা আমাদের শক্তি দিক, আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি। মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বেরনো নিয়ে যে মন্তব্য করেছেন তা ঠিক হয়নি। মেয়েরা তার মানে রাতে বেরোবে না? পুষ্পাঞ্জলি দেবে না? সরকার আছে কী করতে? কন্যা, বোনেদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। এমন কথা আফগানিস্তানের শাসকরাও বলে কিনা সন্দেহ আছে।"
আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে হারানোর ডাক দিয়ে শুভেন্দু বলেন, "মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে। সেই সুযোগটা যদি মানুষ কাজে লাগান তাহলে যোগী আদিত্যনাথজি যেভাবে মেয়েদের সুরক্ষা দিচ্ছেন, আমরাও এই রাজ্যে সেটা দিতে পারব।"
আরও পড়ুন-Kali Puja 2025: কাটোয়ার ক্ষেপি মায়ের পুজো: শান্তি, সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক
অন্যদিকে, SIR ইস্যুতে তিনি বলেন, "আমরা ভারতীয় মুললিমদের নিয়ে বলছি না। নন্দীগ্রাম ১ নং ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মহিলাদের এনে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে করে রেখেছে। নন্দীগ্রামের মানুষ জানেনই না। এটা সীমান্তবর্তী জেলাও নয়। সেখানেও বাংলদেশি মুসলিম ঢুকিয়েছে। বিদেশি লোকেদের ভোটে কেন আমি বিধায়ক হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন? বিদেশি লোকেদের ভোটে কেন মোদীজি প্রধানমন্ত্রী হবেন?"
আরও পড়ুন-West Bengal News Live Updates: দীপাবলির সকালে প্রবল ভূমিকম্প অসমে, মুহূর্তে ছড়িয়ে পড়ল চূড়ান্ত আতঙ্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us