/indian-express-bangla/media/media_files/2025/10/20/khepi-ma-2025-10-20-12-33-46.jpg)
Katwa Khepi Mata: কাটোয়ার ক্ষেপি মা!
Traditional Kali Puja: কাটোয়ার ক্ষেপি মায়ের মন্দিরে শুরু হল ঐতিহ্যবাহী কালীপুজো। প্রতিবারের মতো এবারও ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকার বাসিন্দারা জানান, এই কালীপুজো প্রায় শতাব্দী প্রাচীন এবং ক্ষেপি মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস আজও অটল।
পূজার প্রধান বিষয় হলো সরল ও ঐতিহ্যগত রীতি। প্রতিটি পরিবারের ঘরে ঘরে শ্যামা আরাধনার আয়োজন হয়। মন্দির চত্বর থেকে শুরু করে আশেপাশের পাড়াগুলোতে সাজানো হয় আলো ও বাতি, আর প্রতিটি পুজো মণ্ডপে ভক্তরা উপভোগ করেন ভোগ, প্রসাদ এবং তান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত পূজা। স্থানীয় পুরোহিত জানান, পূজার শুরুতে মঙ্গলঘট স্থাপন, দেবীর চক্ষুদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে পূজা সম্পন্ন হয়।
পুজোর সময় বিশেষভাবে লক্ষ্য করা যায় স্থানীয় শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নাচ, গান ও স্থানীয় থিয়েটারের মাধ্যমে প্রতিটি বয়সের মানুষ আনন্দ উপভোগ করে। এছাড়া ভক্তরা কল্পিত কাহিনী ও স্থানীয় কিংবদন্তি শুনতে ভিড়ে ভিড়ে মন্দিরে আসে।
গ্রামের বাসিন্দারা জানান, কালীপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলারও প্রতীক। পুজোর দিনে গ্রামে চলে এক উল্লাসপূর্ণ মেলামেশা, যেখানে ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করে।
প্রতিবছরের মতো এবারও কাটোয়ার ক্ষেপি মায়ের কালীপুজোতে ধর্মীয় শৃঙ্খলা ও ভক্তি বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, এই পুজো গ্রামে শান্তি ও সমৃদ্ধি আনে এবং ক্ষেপি মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস চিরন্তন।