Kali Puja 2025: কাটোয়ার ক্ষেপি মায়ের পুজো: শান্তি, সমৃদ্ধি ও ঐতিহ্যের প্রতীক

Katwa Khepi Mata Kali:পূর্ব বর্ধমানের কাটোয়া ক্ষেপি মায়ের কালীপুজো জানুন। প্রাচীন শাক্ত উপাসনা, প্রাণবন্ত পূজা রীতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামের মানুষের অটল ভক্তি এই ঐতিহ্যবাহী উৎসবে ফুটে ওঠে।

Katwa Khepi Mata Kali:পূর্ব বর্ধমানের কাটোয়া ক্ষেপি মায়ের কালীপুজো জানুন। প্রাচীন শাক্ত উপাসনা, প্রাণবন্ত পূজা রীতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামের মানুষের অটল ভক্তি এই ঐতিহ্যবাহী উৎসবে ফুটে ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
Katwa Khepi Mata Kali Puja  ,West Bengal village festivals  ,Traditional Kali Puja,  Shakta worship Katwa  ,Cultural events Katwa,  Bengali Kali Puja rituals , Mahapujan Katwa temple,  Goat sacrifice tradition,  Katwa religious festival , Historic Kali Puja celebration,কাটোয়া ক্ষেপি মায়ের কালীপুজো,  পশ্চিমবঙ্গ গ্রাম উৎসব,  প্রাচীন কালীপুজো,  শাক্ত উপাসনা কাটোয়া  ,সাংস্কৃতিক অনুষ্ঠান কাটোয়া  ,বাংলার কালীপুজো রীতি  ,মহাপুজন কাটোয়া মন্দির,  ছাগবলি বলি  ,ধর্মীয় উৎসব কাটোয়া,  ঐতিহ্যবাহী কালীপুজো

Katwa Khepi Mata: কাটোয়ার ক্ষেপি মা!

Traditional Kali Puja: কাটোয়ার ক্ষেপি মায়ের মন্দিরে শুরু হল ঐতিহ্যবাহী কালীপুজো। প্রতিবারের মতো এবারও ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকার বাসিন্দারা জানান, এই কালীপুজো প্রায় শতাব্দী প্রাচীন এবং ক্ষেপি মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস আজও অটল।

Advertisment

পূজার প্রধান বিষয় হলো সরল ও ঐতিহ্যগত রীতি। প্রতিটি পরিবারের ঘরে ঘরে শ্যামা আরাধনার আয়োজন হয়। মন্দির চত্বর থেকে শুরু করে আশেপাশের পাড়াগুলোতে সাজানো হয় আলো ও বাতি, আর প্রতিটি পুজো মণ্ডপে ভক্তরা উপভোগ করেন ভোগ, প্রসাদ এবং তান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত পূজা। স্থানীয় পুরোহিত জানান, পূজার শুরুতে মঙ্গলঘট স্থাপন, দেবীর চক্ষুদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে পূজা সম্পন্ন হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates:কালীপুজোর সকালে ডাকাবুকো তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা, বন্দুকের বাঁটে ফাটল মাথা

Advertisment

পুজোর সময় বিশেষভাবে লক্ষ্য করা যায় স্থানীয় শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নাচ, গান ও স্থানীয় থিয়েটারের মাধ্যমে প্রতিটি বয়সের মানুষ আনন্দ উপভোগ করে। এছাড়া ভক্তরা কল্পিত কাহিনী ও স্থানীয় কিংবদন্তি শুনতে ভিড়ে ভিড়ে মন্দিরে আসে।

আরও পড়ুন-Naihati BoroMaa Kali: বিশ্বাস-আবেগ যেখানে মিলেমিশে একাকার, খালি হাতে ফেরেন না ভক্তরা, নৈহাটির বড়মা'র মাহাত্ম্য জানলে গায়ে কাঁটা দেবে

গ্রামের বাসিন্দারা জানান, কালীপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলারও প্রতীক। পুজোর দিনে গ্রামে চলে এক উল্লাসপূর্ণ মেলামেশা, যেখানে ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করে।

আরও পড়ুন-Kali Puja 2025:অমাবস্যার রাতে জাগে বেলপুকুরের শাক্ত শক্তি! শ্রীচৈতন্যের মামাবাড়ির এই কালীপুজোর মহিমা চিরন্তন

প্রতিবছরের মতো এবারও কাটোয়ার ক্ষেপি মায়ের কালীপুজোতে ধর্মীয় শৃঙ্খলা ও ভক্তি বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, এই পুজো গ্রামে শান্তি ও সমৃদ্ধি আনে এবং ক্ষেপি মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস চিরন্তন।

West Bengal News Kali Puja 2025 Katwa Khepi Mata Kali