Kolkata Weather Update today:জোরালো ঝড়-বৃষ্টির দুরন্ত পূর্বাভাস! আজ থেকেই কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়?

Kolkata Weather News Today 22 May 2025: গতকাল অর্থাৎ বুধবার রাতের দিকেও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। তারই জেরে ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই।

Kolkata Weather News Today 22 May 2025: গতকাল অর্থাৎ বুধবার রাতের দিকেও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। তারই জেরে ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather rainfall forecast in several district

Rainfall Forecast: বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।

Ajker Kolkata Weather Today:আবারও বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। জোড়া ঘূর্ণাবর্তের জেরে এই মুহূর্তে রাজ্যে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পের জেরেই বিভিন্ন জেলায় বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল থেকেই। গতকাল রাতের দিকে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। তারই জেরে জ্বালাপোড়া গরমের হাত থেকে নিস্তার মিলেছিল অনেকটাই। গতকালের পর আজ বৃহস্পতিবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। একটানা কতদিন পর্যন্ত চলবে এই পরিস্থিতি? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তারই জেরে ফের একবার একটানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের জেলায়-জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামিকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এছাড়াও এই দু'দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরই পাশাপাশি আগামী ২৪ এবং ২৫ মে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। একটানা কয়েকদিন জফায়-দফায় এই বৃষ্টির জেরে অসহনীয় গরমের পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে। 

Advertisment

আরও পড়ুন- Purba Bardhaman News: রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তোলপাড়! এমন কাণ্ডে তাজ্জব খোদ অধ্যক্ষই

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট।

আরও পড়ুন- Mamata Banerjee: 'চন্দনবাবুকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না'? প্রশাসনিক সভা থেকে পুলিশের 'গ্রুপবাজি' নিয়ে গর্জে উঠলেন খোদ পুলিশমন্ত্রী'ই

rain Alipur weather Office Kolkata Weather weather