Malda Youth Missing: কাশ্মীরে দিনমজুরি করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুরের এক কিশোর। গত ১২ দিন ধরে কোনও খোঁজ না মেলায় দিশেহারা পরিবার দ্বারস্থ হয়েছে পুলিশ, প্রশাসন, এমনকি এলাকার বিধায়ক ও সাংসদের। নিখোঁজ কিশোরের নাম আসফাক হক (১৯)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ আসফাক হকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিওন গ্রামে। তিন ভাই-বোনের মধ্যে সে বড়। এক মাস আগে রোজগারের উদ্দেশ্যে কাশ্মীরে গিয়েছিল সে। প্রথমে আপেল বাগানে, পরে পহেলগামে একটি বিল্ডিং নির্মাণের কাজে নিযুক্ত হয়।
পরিবার সূত্রে খবর, গত ৯ মে শেষবার বাড়িতে ফোন করেছিল আসফাক। সে জানিয়েছিল, কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি ভয়াবহ এবং সে যেভাবেই হোক মালদায় ফিরে আসতে চায়। সেই রাতেই পরিবারের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে ফোন বন্ধ এবং কোনও খোঁজ নেই।
মানবিক মমতা! হঠাত থামল কনভয়,আবেগঘন মুহূর্ত মন ছুঁয়ে গেল লাখো বাঙালির
আসফাকের বাবা আকবর আলি বলেন, “ছেলে এক মাস আগে কাশ্মীরে গিয়েছিল। ও বলেছিল, ওখানে সন্ত্রাসী হামলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি। এরপর আর কোনো যোগাযোগ নেই। আমরা ভয় পেয়ে গেছি। আমাদের একটাই প্রার্থনা, আসফাক সুস্থভাবে বাড়ি ফিরে আসুক। আর ওকে কাশ্মীরে পাঠাব না।”
হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন বলেন, বিষয়টি জানা ছিল না। ওই পরিবারের সঙ্গে দেখা করে কথা বলবো। দ্রুত যাতে আসফাকের সন্ধান পাওয়া যায় , সেব্যাপারে চেষ্টা চালাবো। পুরো বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের মাধ্যমে কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।
'চন্দনবাবুকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না'? প্রশাসনিক সভা থেকে পুলিশের 'গ্রুপবাজি' নিয়ে গর্জে উঠলেন খোদ পুলিশমন্ত্রী'ই