Mamata Banerjee: উত্তরকন্যায় প্রশাসনিক সভা থেকে পুলিশের একাংশের 'গ্রুপবাজির' অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার মাঝেই 'চন্দনবাবু' নামে এক পুলিশ আধিকারিককে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন পুলিশের একাংশের বিরুদ্ধে তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জেলার এসপিকে কোচবিহার পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত 'চন্দনবাবু'কে একাধিক তদন্তের কাজে লাগানোরও নির্দেশ দিয়েছেন। এদিন ফের একবার মোদী সরকারকে নিশানা করলেন মমতা। এদিন তিনি সীমান্তবর্তী জেলার ডিএম, এসপিদের আরও বেশি সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন। সীমান্তবর্তী জেলার থানার সব আইসি ওসিদের চোখ কান খোলা রেখে কাজ করারও নির্দেশ দেন। আজকের প্রশাসনিক বৈঠক থেকে নিরাপত্তা, সতর্কতা ও শান্তি — এই তিন মূল মন্ত্রকে সামনে রেখেই এবার উত্তরবঙ্গ ও সীমান্ত এলাকায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
এদিনের বৈঠক থেকে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, “পুলিশ এখন আর আগের মত টহল দেন না। আগে পুলিশ তিন-চারবার এলাকায় যেত, এখন সেটা বন্ধ হয়ে গেছে। যত বেশি পুলিশের ভ্যান ঘুরবে, মানুষ বুঝবে পুলিশ অ্যালার্ট রয়েছে।” তিনি স্পষ্ট করে জানান, সীমান্ত এলাকা খুব স্পর্শকাতর (Sensitive Zone)। শীতলকুচির মতো ঘটনায় ফের উত্তেজনা ছড়াতে পারে বলে সতর্ক করেন তিনি। তাঁর অভিযোগ, “BSF কাজ করছে বলে আইসি-ওসি রা দায়িত্ব এড়িয়ে যাবেন, এটা হতে পারে না। পাড়ার ক্লাবগুলোকেও সক্রিয় রাখতে হবে।”
কোচবিহার, মুর্শিদাবাদ, মালদহ, কালিম্পং, উত্তর-দক্ষিণ দিনাজপুর – এইসব জেলায় আন্তর্জাতিক সীমান্ত থাকায় পুলিশ, BSF ও প্রশাসনকে যৌথভাবে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগ, কিছু ‘বাইরের লোক’ ভোটার-আধার-প্যান নম্বর জোগাড় করছে। কারা এই তথ্য নিচ্ছে তা খতিয়ে দেখতে বলেন পুলিশকে। কেউ অসম থেকে, কেউ অন্য রাজ্য থেকে এসে মানুষের তথ্য হাতিয়ে নিচ্ছে। অথরাইজড লোক ছাড়া কোনও তথ্য দেওয়া যাবে না।” —বার্তা মুখ্যমন্ত্রীর। “জঙ্গিরা যেন এই এলাকায় আশ্রয় নিতে না পারে, তার জন্য পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে,"বলেও উল্লেখ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। উত্তেজক ও ভুয়ো রোধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।” পাশাপাশি ভোটার তালিকায় যাতে ভুয়ো নাম কোন ভাবেই না ঢোকে সেবিষয়েও কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।