/indian-express-bangla/media/media_files/2025/07/14/raj-bhavan-2025-07-14-15-47-02.jpg)
Haryana new governor: বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে হরিয়ানার রাজ্যপাল মনোনীত করেছেন রাষ্ট্রপতি।
new governor: হরিয়ানা এবং গোয়ার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গোয়ার রাজ্যপাল হয়েছেন অশোক গজপতি রাজু, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজ্যপাল করা হয়েছে কবিন্দ্র গুপ্তাকে এবং হরিয়ানার রাজ্যপাল হয়েছেন প্রাক্তন বঙ্গ BJP সভাপতি অসীম কুমার ঘোষ।
বাঙালি রাজ্যপাল পেল হরিয়ানা। অসীম ঘোষ হলেন হরিয়ানার নতুন রাজ্যপাল। বাংলার রাজনীতিতে অসীম ঘোষ বহু পুরনো মুখ। ১৯৪৪ সালে হাওড়ায় তাঁর জন্ম হয়। বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
পরবর্তী সময়ে ১৯৬৬ সাল থেকে একটানা ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর অধ্যাপনা করেছেন তিনি। অধ্যাপনা করাকালীনই বঙ্গ BJP-র সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে ওঠে। ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ গিয়েছিলেন অসীম ঘোষ। ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক হন অসীম ঘোষ। বাম আমলে দাপটের সঙ্গে গেরুয়া রাজনীতি করে গিয়েছেন তিনি।
আরও পড়ুন- West Bengal News live updates: যোগ্যদের মিছিল আটকালো পুলিশ! নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/14/ashim-2025-07-14-15-51-16.jpg)
১৯৯৮ সালে রাজ্য বিজেপির সহ-সভাপতি হিসেবে মনোনীত হন অসীম ঘোষ। ঠিক তার পরের বছরেই দল গুরুদায়িত্ব দেয় তাঁকে। রাজ্য বিজেপি সভাপতি মনোনীত হন অসীমকুমার ঘোষ। ওই পদে তিনি ছিলেন ২০০২ সাল পর্যন্ত। পরবর্তী সময়ে ত্রিপুরায় দলের পর্যবেক্ষক পদেরও দায়িত্বভার দেওয়া হয় অসীম ঘোষকে। বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্যও ছিলেন তিনি।
আরও পড়ুন- BJP-র বনধে অশান্ত খেজুরি, ট্রাক ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর
এবার আরও বড় দায়িত্ব পেলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ভারতের রাষ্ট্রপতি রাজ্যপাল হিসেবে মনোনীত করেছেন তাঁকে। হরিয়ানার রাজ্যপাল হয়েছেন অসীম ঘোষ।