Khejuri East Medinipur BJP bandh violence: BJP-র ডাকা বনধে অশান্ত খেজুরি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার বনধের ডাক বিজেপির। দিন কয়েক আগে খেজুরির জলসায় জোড়া রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ মৃতদের পরিবারের। এই জোড়া মৃত্যুর প্রতিবাদেই সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। সেই বনধের সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়ে। যদিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে খেজুরির দিকে-দিকে বনধ সমর্থকরা রাস্তা অবরোধ শুরু করে দেয়। বেলা বাড়তেই বনধ ঘিরে অশান্ত হয়ে ওঠে খেজুরি। ট্রাক ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় বনধ সমর্থকরা। বনধ সমর্থকদের অবরোধের জেরে প্রায় ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক। পুলিশের সঙ্গে তাদের তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়।
সোমবার বনধের সমর্থনে খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা করে বিজেপি। পদযাত্রা শেষে বিদ্যাপীঠে সভায় ফের একবার পুলিশকে তুলোধনা বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী এদিন বলেন, "হিন্দুদের পরিকল্পনা করে হত্যা করা হচ্ছে। হিন্দু খুন করে গল্প ফাঁদছে পুলিশ।" খুনের মামলা রুজু করে দোষীদের গ্রেফতারির দাবি নন্দীগ্রামের BJP বিধায়কের।
আরও পড়ুন- West Bengal News live updates:বীভৎস ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, রাস্তায় রক্তের স্রোত, হাসপাতালে হাহাকার-আর্তনাদ
উল্লেখ্য, দিন কয়েক আগে অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানা এলাকায়। শুক্রবার রাতে খেজুরির জনকা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়। মৃতরা হলেন সুজিত দাস (২৩) ও সুধীর চন্দ্র পাইক (৬৫)। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে পরিবার ও বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- Indian Railways:যাত্রী সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ রেলের, ট্রেনের কামরাতেই থাকবে 'দুর্দান্ত ব্যবস্থা'
জানা গিয়েছে, শুক্রবার রাতে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়জন করেছিলেন স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাঁটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। অনুষ্ঠানস্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- ATM fraud:সাবধান হোন আজই! ATM কাউন্টারেই জালিয়াতির 'হাইটেক ফাঁদ'! মুহূর্তের ভুলেই অ্যাকাউন্ট ফাঁকা
পুলিশও জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে জোড়া মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। সোমবার সেই মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা বনধে ব্যাপক অশান্তি হয়েছে। যদিও তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্র বলেন, "রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অবাবধানতাবশত দুই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন। এর জেরে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। এমন একটি মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”