hearing of the RG Kar case was postponed again in Supreme Court: একেবারে তিন মাসের জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। নতুন বেঞ্চ এবার শুনবে আরজি কর মামলা। শীর্ষ আদালতে আগামী ১৭ মার্চ আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরজিকর মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের অভিযোগ শুনে ১২ সপ্তাহে পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন জানান, আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ই মার্চ। প্রধান বিচারপতি বলেন, " ন্যাশনাল টাস্ক ফোর্স একটি ইমেইল আইডি চালু করবে। সেখানে নিজেদের দাবি কিংবা অভিযোগ থাকলে সেটা জানানোর সুযোগ পাবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহ পরে আদালতে রিপোর্ট জমা দেবে এই টাস্ক ফোর্স।"
এদিন মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের তরফে তাঁদের আইনজীবী কিছু আরজি জানিয়েছেন প্রধান বিচারপতিকে। ডাক্তারদের আইনজীবীর সেই আরজি শুনে প্রধান বিচারপতি তাঁকে পরামর্শ দেন, জুনিয়র ডাক্তারদের অভাব-অভিযোগ নিয়ে যা কিছু বলার তা ন্যাশনাল টাস্ক কোর্সের কাছে তাঁরা বলতে পারেন।
মঙ্গলবার এই মামলার শুনানিতে CBI-এর আইনজীবী তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেন। তারপরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর কাছে জানতে চান নিম্ন আদালতে মামলা কোন পর্যায়ে রয়েছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও সিবিআই-এর কাছে জানতে চান প্রধান বিচারপতি খান্না।
আরও পড়ুন- Mandarmani: মন্দারমণির 'অবৈধ' হোটেল ভাঙা পড়ছেই? ফের কী জানাল হাইকোর্ট?
এরপরেই রাজ্যকে কাঠগড়ায় তুলে CBI আইনজীবী প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, "অভিযুক্ত যাঁরা তাঁরা সরকারি পদে কাজ করছিলেন। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না।" সর্বোচ্চ আদালতে সিবিআই আইনজীবীর এই বিস্ফোরক অভিযোগ শুনে রাজ্যের আইনজীবী কবিল সিব্বল জানান, তাঁদের কাছে এ ব্যাপারে কোনও তথ্যই নেই।
সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের আইনজীবী এদিন নিরপেক্ষ একটি নজরদারি কমিটির দাবি জানিয়েছেন। আদালতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ জানান, এ ব্যাপারে রাজ্য সরকারের পদক্ষেপের ওপরনজরদারি কমিটি প্রয়োজন। নিরপেক্ষ একটি কমিটি গঠন করা হোক। আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী, সিবিআই আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল-জবাব শুনেছে আদালত। শেষমেশ এই মামলার পরবর্তী দিন আগামী ১৭ মার্চ ধার্য করেছে সর্বোচ্চ আদালত।