Gaighata News: এ যেন সাক্ষাৎ 'মহাপ্রলয়'! মাত্র মিনিট দশেকের ঝড়-শিলাবৃষ্টিতে তছনছ গ্রামের পর গ্রাম

Heavy damage due to storm and hail in Gaighata: এই বিপর্যয়ের পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এলাকার বিডি ওথেকে শুরু করে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টনের ব্যবস্থা করে প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
Heavy damage due to storm and hail in Gaighata: ঝড় ও শিলাবৃষ্টির জেরে গাইঘাটায় ক্ষয়ক্ষতি

Gaighata News: ঝড়-শিলাবৃষ্টির জেরে লণ্ডভণ্ড গাইঘাটার একটি গ্রাম।

Heavy damage due to storm and hail in Gaighata: এ যেন সাক্ষাৎ কোনও মহাপ্রলয়! মাত্র মিনিট দশেকের ঝড় ও সঙ্গে শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল পরপর ৬টি গ্রাম। কমপক্ষে ৪০টি কাঁচা বাড়ি ঝড়ের দাপটে ভেঙে পড়েছে। বুধবার দুপুর নাগাদ হঠাৎ তুমুল এই বিপর্যয়ের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisment

বুধবার দুপুরে আচমকা উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামনগর পঞ্চায়েত এলাকায় তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের আচমকা ঝড় ও শিলাবৃষ্টির জেরে কার্যত এই পঞ্চায়েত এলাকার ৬টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে প্রবল ঝড়ে গ্রামে একের পর এক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে দেওয়াল। ঝড়ের দাপটে বহু গাছের ডাল ভেঙে পড়েছে। আচমকা এই বৃষ্টির জেরে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়েছে।

এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাত্র ১০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড গাইঘাটার ৬ টি গ্রাম। আচমকা ঝড়ে ভেঙেছে ৩০ -৩৫ বাড়ি। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রশাসন সূত্রে খবর, রামনগর গ্রাম পঞ্চায়েতের শশাডাঙ্গা, তেঁতুলবেড়িয়ার আগারপাড়া, রঘুনন্দনপুর, চকঝাউডাঙা ও পিপলি গ্রামে এদিন প্রবল প্রাকৃতিক এই দুর্যোগ চলে। 

আরও পড়ুন- West Bengal News Live: 'সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের অপমান তৃণমূলের', মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে ধুয়ে দিলেন যোগী

Advertisment

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি-সহ প্রশাসনের কর্তারা এদিন ক্ষতিগর্সত এলাকাগুলি ঘুরে দেখেছেন। 
গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, "যাদের ঘর ভেঙেছে তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে ত্রিপল। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে।"

আরও পড়ুন- Hooghly News: বচসার জেরে সহপাঠীর বুকে সজোরে ঘুষি! বেঘোরে প্রাণ খোয়াল দশম শ্রেণির ছাত্র

Gaighata Bengali News Today storm news in west bengal news of west bengal