Advertisment

RG Kar Case: নার্কো টেস্টে 'না' সঞ্জয়ের, CBI আবেদনে কী বলল আদালত?

Kolkata Doctor Rape and Murder Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। বিচারের দাবিতে ফি দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত চলছে আন্দোলন-প্রতিবাদ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
CBI will conduct narco test of Sanjay Roy in RG kar case, সঞ্জয় রায়, আরজি কর

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। ফাইল ছবি।

RG Kar Case-Sanjay Roy: আরজি কর কাণ্ডে  নার্কো টেস্টে রাজি নয় সঞ্জয় রায়। ধৃত সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় CBI। তবে সঞ্জয় নার্কো পরীক্ষা করাতে রাজি  না হওয়ায় সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেনি শিয়ালদহ আদালত। 

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষার আবেদন করে সিবিআই। এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল। সিবিআই সূত্রের দাবি, এর আগে পলিগ্রাফ পরীক্ষায় সঞ্জয় যে প্রশ্নগুলির উত্তর দিয়েছে, সেগুলি সঠিক কিনা তা জানতেই এবার নার্কো পরীক্ষার আবেদন জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে।

শুক্রবার সঞ্জয় রাজি না থাকায় নার্কো পরীক্ষায় সায় দেয়নি শিয়ালদহ আদালত। আরজি কর মেডিক্যালে চিকিৎসক খুনে সঞ্জয় ছাড়া এখনও কেউ গ্রেফতার হয়নি। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের লালারস ও কামড়ের নমুনা কিংবা টিথ ইম্প্রেশন সংগ্রহ করেছে সিবিআই।

আরও পড়ুন- ‘লেডি ম্যাকবেথ’ বলে উল্লেখ, বোসের তুমুল 'নিশানায়' মমতা, সামাজিক বয়কটের ডাক

আরও পড়ুন- Local Train Cancel: শিয়ালদহ শাখায় যাতায়াত করেন? বড়সড় দুর্ভোগ এড়াতে আগে পড়ুন এই খবর

তরুণী চিকিৎসকের শরীরে যে কামড়ের দাগ মিলেছে, সেগুলির সঙ্গে ওই কামড়ের নমুনা এবং লালারস মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। আপাতত সঞ্জয় রায়ের কামড়ের নমুনা সংগ্রহ করে তা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখে দুর্দান্ত আনন্দের খবর! আহ্লাদে আটখানা হবেনই

RG Kar Medical College cbi RG Kar Case
Advertisment