Digha-Jagannath Temple: জমজমাট দিঘার জগন্নাথ ধাম। দিন যত এগোচ্ছে দিঘায় জগন্নাথ ধামের জনপ্রিয়তা ততই যেন বাড়ছে। ফি দিন কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমাচ্ছে মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ভক্তরা। বিদেশিদের মধ্যেও দিঘার জগন্নাথ ধাম নিয়ে আগ্রহ বাড়ছে। সেই সূত্রেই বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী হেনরি ফোর্ডের নাতি অ্যালফ্রেড ফোর্ড দিঘার এই মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। অ্যালফ্রেড খোঁজ-খবর নিচ্ছিলেন পুরীর মন্দিরের আদলে তৈরি জগন্নাথ ধামে কখন, কীভাবে পুজো হয়। পুরীর মতোই প্রতি প্রহরে ভোগ দেওয়া হয় কিনা সেটাও জানতে চেয়েছিলেন তিনি। বিস্তারিত সব জানার পরেই শনিবার অ্যালফ্রেড ফোর্ড সহ ২০ জনের বিদেশিদের একটি দল দিঘার জগন্নাথ ধাম দর্শনে এসেছিলেন।
দিঘা জগন্নাথ ধামের দায়িত্বে থাকা কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারামন দাস বলেন, "আমরা ইসকনের পক্ষ থেকে বিদেশিদের আমন্ত্রণ জানাই। তাঁরা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় এসেছেন। বিকেলে ধামে প্রবেশ করবেন। ধামে প্রসাদ গ্রহণ করবেন। বেশ কিছু সময় মন্দিরে থাকবেন। নাচ-গানের আসরেও অংশগ্রহণ করেন আগত বিদেশিরা।"
এতদিন সমুদ্রের টানে রাজ্য, ভিন রাজ্য, দেশ বিদেশ থেকে পর্যটকেরা আসতেন। জগন্নাথ ধাম গড়ে ওঠায় ক্রমেই পর্যটকদের সংখ্যা বাড়ছে। বাড়ছে বিদেশিদের আনাগোনাও। আগামী দিনে জগন্নাথ ধামকে কেন্দ্র করে দিঘায় আরও বেশি উন্নয়ন ও কর্মসংস্থানে সুযোগ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা।
আরও পড়ুন- Kolkata News Live Update:কলকাতার নাকের ডগায় নৃশংস খুন, অভিযুক্তকে আটক করেছে পুলিশ
এদিকে, দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক বিপ্রদাস চ্যাটার্জি বলেন, "দিঘার জগন্নাথ ধাম সাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকে পর্যটকদের ভিড় ক্রমেই বাড়ছে। ব্যবসায় আমূল পরিবর্তন ঘটছে। তার উপর বিদেশি শিল্পপতিদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। আগামীদিনে দিঘার উন্নয়নে আরও বড় পরিবর্তন ঘটবে বলে আমরা আশা করছি।"
আরও পড়ুন- North 24 Parganas News: পাওনাদারের টাকা মেটাতে গিয়েই কেল্লাফতে! দোকানির 'কোটিপতি' হওয়ার এমন গল্পে তাজ্জব হবেনই