high rise building has tilted in Tangra Kolkata: এবার খাস কলকাতা শহরে হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। বাঘাযতীন, কামারহাটির পর এবার ট্যাংরা। ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় কাউন্সিলর বিষয়টি পুরসভার বিল্ডিং বিভাগকে জানিয়েছেন। বড় বিপদ এড়াতে তাঁর তরফে প্রয়োজনীয় সব ব্যবস্থা তিনি নিচ্ছেন বলে জানিয়েছেন। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, জলা জায়গা ভরাট করে বহুতলটি নির্মাণ করা হয়েছে।
গতকাল কামারহাটিতেও ঠিক একইভাবে একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়েছিল। ওই বহুতলটি একটি সংস্থার লোকজনকে দিয়ে সোজা করার কাজ চালাচ্ছিলেন প্রোমোটার। তখনই ঘটে যায় বড়সড় বিপত্তি।
এবার কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে বহুতলটি নির্মাণের পথেই হেলে পড়েছে। হেলে পড়া বহুতলটির একেবারে গা ঘেঁষে রয়েছে আরও একটি নির্মীয়মাণ বহুতল। দুটি বহুতলের মাঝে সামান্য অংশ ফাঁকা রয়েছে।
আরও পড়ুন- West Bengal News LIVE: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের, আজ শুনানি ডিভিশন বেঞ্চে
এদিকে বহুতল হেলে পড়ার খবর জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, জলা জায়গা বুজিয়ে বহুতলটি নির্মাণ করা হয়েছে। অনেকে বহুতল তৈরির কাঁচামাল নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এলাকার কাউন্সিলর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরেই তিনি পুরসভার বিল্ডিং বিভাগকে বিষয়টি জানিয়েছেন। বড়সড় দুর্ঘটনা এড়াতে যাবতীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন- West Bengal Weather Forecast: বিদায়ের আগে বাংলা কাঁপাতে নতুন করে কোমর বাঁধছে শীত? রইল লেটেস্ট আপডেট