Advertisment

West Bengal Weather Forecast: বিদায়ের আগে বাংলা কাঁপাতে নতুন করে কোমর বাঁধছে শীত? রইল লেটেস্ট আপডেট

West Bengal Weather Forecast Today 22 January 2025: মাঘ মাস পড়ে গেলেও এখনও জমাটি ঠান্ডা উধাও। পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে উত্তুরে হাওয়ার গতি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Kolkata Weather: শীতের জমাটি আমেজ উধাও।

West Bengal Weather Update Today 22 January 2025: পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে শীতের আমেজ বেশ ফিকে রাজ্যে। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে প্রায় আড়াই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। ভরা মাঘে শীতের জমাটি মেজাজ টের পাওয়া যায়নি এখনও পর্যন্ত। আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক আবহাওয়া এমনই থাকবে। তবে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। তবে শেষবেলায় ফের একবার শীতের দুরন্ত কাম ব্যাক হতে পারে। আবারও এক ধাক্কায় বেশ খানিকটা নামতে পারে পারদ।

Advertisment

ফের ঠান্ডার জমাটি মেজাজ কবে থেকে?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই পরিস্থিতি চলবে আগামী রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত। ওইদিন রাত থেকেই আবহাওয়ার বদল চোখে পড়তে শুরু করবে। নতুন করে ফের একবার তাপমাত্রা নেমে যেতে পারে স্বাভাবিকের ঘরে। ফলে দ্রুত শীতের জমাটি মেজাজ ফিরবে। তবে শীতের জমাটি মেজাজ টের পাওয়া গেলেও জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা চলতি মরশুমে আর নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একটি বড় অংশ।

শীত বিদায় নিতে শুরু করবে কবে থেকে?

Advertisment

আপাতত আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রার পারদ বিশেষ নড়চড় হবে না। তবে রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারির রাত থেকে নতুন করে তাপমাত্রা নামতে শুরু করবে। জমাটি শীত টের পাওয়া যাবে তারপরের কয়েক দিন পর্যন্ত। আবহাওয়াবিদরা মনে করছেন সরস্বতী পুজোর (Saraswati Puja) পর থেকে শীতের বিদায়ঘণ্টা বেজে যাবে। ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ। এবারের মতো পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত (Winter)।

আরও পড়ুন- West Bengal News LIVE: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের, আজ শুনানি ডিভিশন বেঞ্চে

বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়নগরী দার্জিলিঙে (Darjeeling) হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। ২৬ জানুয়ারির পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা কমবে।

আরও পড়ুন- Murshidabad Ram Mandir: সাগরদিঘিতে রাম মন্দিরের ভূমি পুজো, উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে!

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment