/indian-express-bangla/media/media_files/2025/01/23/1UPt6PXCWjA1Eiv2Uqjl.jpg)
ফের হেলে পড়ল বহুতল।
High rises building leaning in Bidhannagar and Baguiati: আবারও কলকাতা শহরে হেলে পড়ল বিরাট বহুতল। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার বিধাননগর এবং বাগুইআটি। বৃহস্পতিবার নতুন করে এই দুই জায়গায় আরও মোট তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসাকে কেন্দ্র করে তুমুল চঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের, অভিযোগ জলাভূমি বুজিয়ে ওই জায়গায় তৈরি হয়েছে বহুতলগুলি। তারই জেরে এই বিপত্তি বলে দাবি তাঁদের।
বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে আচমকা একটি বহুতল হেলে পড়তে দেখা যায়। যা ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহুর্তের মধ্যে লোকজন জড় হয়ে যায় ওই আবাসনের সামনে।। এই ঘটনা প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যে আবারও নতুন করে বাগুইআটির জগৎপুরে বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে।
এলাকার কাউন্সিলরদের দাবি, অনেক আগেই ওই আবাসনগুলি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। আবাসনগুলি যে নিয়ম মেনে তৈরি হয়নি তা একপ্রকার মেনে নিয়েছেন তাঁরাও। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাগুইআটির ওই এলাকাতেও জলাভূমি বুজিয়ে নির্মাণ করা হয়েছিল। তারই জেরে এই বিপত্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরাও।
শুরুটা হয়েছিল বাঘাযতীন দিয়ে। আচমকা সেখানকার বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়েছিল। ওই বহুতলটি সোজা করা কাজ করছিল হরিয়ানার একটি সংস্থা। সেই কাজ করতে গিয়েই বড়সড় বিপত্তি তৈরি হয়। আচমকা একদিকে হেলে পড়তে শুরু করে বহুতলটি। একদিকে কাত হয়ে বহুতলের নিচের অংশ ভাঙতে শুরু করেছিল। ওই মুহূর্তে বহুতলটিতে লোকজন না থাকার কারণে বড় বিপত্তি এড়ানো গিয়েছিল। পরবর্তী সময়ে হেলে পড়া বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা।