Bank Holiday: টানা কয়েকদিন বন্ধ ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন

Holi 2025-Bank Hoidays: পরপর ব্যাঙ্ক থাকার জেরে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে। তবে ব্যাঙ্কের দরজা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা সচল থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
December Bank Holidays: ডিসেম্বর মাসে ব্যাংকে ছুটির তালিকা

Bank Holiday: প্রতীকী ছবি।

Bank Holiday: পরপর চার দিন বন্ধ ব্যাঙ্ক। দেশের বিভিন্ন রাজ্যে পরপর চারদিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। তারই জেরে দুর্ভোগে পড়তে হতে পারে গ্রাহকদের। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা পুরোদমে চালু থাকবে। হোলির (Holi) জন্যই টানা চার দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। 

Advertisment

জানা গিয়েছে, ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার ও রবিবারের ছুটির হিসেব ধরলে একটানা চারদিন ব্যাঙ্ক বন্ধ। আজ অর্থাৎ বৃহস্পতিবার হোলি
কা দহন উপলক্ষে দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে।

১৩ মার্চ, বৃহস্পতিবার

হোলিকা দহন এবং অত্তুগেল পোঙ্গলা কুৎসব রয়েছে। আজ দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ রয়েছে ব্যাঙ্ক। উত্তরাখান্ড, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালায় আজ ব্যাঙ্ক বন্ধ। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:'দোলের ৩ দিন নিরামিষ খান', আবেদন তৃণমূলের 'শীর্ষনেতা'র

১৪ মার্চ, শুক্রবার 

আগামীকাল ১৪ মার্চ সারাদেশে হোলি উৎসব পালিত হবে। হোলির জন্য আগামীকাল চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দারাবাদ, ইটানগর, জয়পুর, কলকাতা, লখনৌ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৫ মার্চ, শনিবার 

সেকেন্ড শনিবার হওয়ার পাশাপাশি আগরতলা, পাটনা, ভুবনেশ্বরে ওই দিন হোলি উৎসব পালিত হবে। ওই শহরগুলিতে শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন- JU: যাদবপুরের গরিমায় বেনজির ধাক্কা! রাজ্যকেই দায়ী করে সুর চড়াচ্ছে BJP

১৬ মার্চ, রবিবার 

রবিবার এমনিতেই সারা দেশে ছুটি থাকে। সাপ্তাহিক ছুটির মধ্যেই রবিবারটি পরে। গোটা দেশে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই পরপর চারদি ব্যাঙ্ক বন্ধ থাকার জেরে সাধারণ গ্রাহকদের হয়রানি বাড়বে। তবে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কির পরিষেবা-সহ এটিএম পরিষেবা সচল থাকবে। সেই কারণেই বহুলাংশে ভোগান্তি অনেকটাই এড়ানো যাবে বলে মনে  করছে ওয়াকিবহাল মহল।

holi Bank Holidays Bengali News Today news in west bengal news of west bengal