JU: যাদবপুরের গরিমায় বেনজির ধাক্কা! রাজ্যকেই দায়ী করে সুর চড়াচ্ছে BJP

Jadavpur University: সম্প্রতি সংসদে এব্যাপারে প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শমীকের তোলা সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যা জানিয়েছেন তা নিয়ে তুঙ্গে চর্চা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ju excluded from list of top educational institutions because Wb govt did not provide funds alleges BJP: উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Ju excluded from list of top educational institutions because Wb govt did not provide funds alleges BJP: পশ্চিমবঙ্গ সরকারের হেলদোলহীন মানসিকতার জন্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ গিয়েছে, সংসদে এমনই জানিয়েছে কেন্দ্র।

Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন ওই তালিকা থেকে সরানো হয়েছে এটা জানতে চেয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শিক্ষা মন্ত্রকের কাছে এ ব্যাপারে বিশদে জানতে চেয়েছিলেন শমীক ভট্টাচার্য। বিজেপি সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার জানান, কেন্দ্রের একটি কমিটি ২০১৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়েছিল। পরবর্তী সময়ে ৩২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এই টাকার মধ্যে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। বাকি টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস সেই সময় কেন্দ্রকে জানিয়েছিলেন যে রাজ্য সরকারের আর্থিক অবস্থা অনুকূলে না থাকার জেরে তাঁদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। পরবর্তী সময়ে ওই খাতে ১০১৫ কোটি ও শেষমেষ ৬০৬ কোটি টাকার একটি প্যাকেজ তৈরি হয়।

আরও পড়ুন- West Bengal News Live:যাদবপুর-কাণ্ডে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, শেষমেশ গ্রেফতার আরও এক পড়ুয়া

Advertisment

সুকান্ত মজুমদার জানান, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদাসীনতার কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ গিয়েছে। রাজ্যের প্রস্তাবে এত বাজেট কমিয়ে উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মান ছোঁয়া সম্ভব নয় বলেও সুকান্ত মজুমদার জানিয়েছেন। সেই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশের উৎকর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন- Kolkata Fire: কলকাতায় আবারও অগ্নিকাণ্ড, মেট্রো স্টেশনের কাছে দাউদাউ করে আগুন

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য সরকার JU-এর পাশে না দাঁড়িয়ে বাজেট প্রথমে কমিয়ে ১,০১৫ কোটি করে, এরপর আরও কমিয়ে মাত্র ৬০৬ কোটিতে নামিয়ে আনে এবং বিশ্ববিদ্যালয়কে নিজস্বভাবে ২৫% তহবিল সংগ্রহের দায়িত্ব দেয়। University Grants Commission (UGC) ও Empowered Expert Committee (EEC) এই বাজেট কাটছাঁটকে IoE-এর মানদণ্ডের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করে এবং বাধ্য হয়ে JU-কে তালিকা থেকে বাদ দেয়।

Jadavpur University Bengali News Today Sukanta Majumder WB govt news in west bengal news of west bengal