হুগলির এক পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ হলেন হাওড়ায়। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘোষপাড়ায় একটি পেট্রোল পাম্পের সামনে। ওই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। ওই গাড়িতেই হুগলির চণ্ডীতলা থানার IC জয়ন্ত পালের সঙ্গে ছিলেন ওই মহিলা। পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ হওয়ার পিছনে মহিলার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
কী ঘটেছিল?
গতকাল রাতে হাওড়ার শিবপুরে গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল একটি গাড়িতে তাঁর সঙ্গে একজন মহিলাও ছিলেন। সম্ভবত গাড়ির মধ্যেই ওই মহিলার সঙ্গে ওই পুলিশ আধিকারিকের কোনও বচসা হয়। এরপরেই গুলিবিদ্ধ হয়েছেন আইসি জয়ন্ত পাল।
ওই পুলিশ আধিকারিকের হাতে গুলি লেগেছে। এদিকে, এই ঘটনার খবর পেয়েই দ্রুত ওই এলাকায় পৌঁছে যায় স্থানীয় পুলিশ। ওই পুলিশ আধিকারিকের সঙ্গে থাকা মহিলাকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পরেই তড়িঘড়ি গুলিবিদ্ধ ওই পুলিশ আধিকারিককে হাওড়ারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live:দিনে-দুপুরেই নামল অন্ধকার, ঝেঁপে বৃষ্টি কলকাতায়, প্রবল দুর্যোগ জেলায়-জেলায়
এদিকে, ওই পুলিশ আধিকারিকের সঙ্গে থাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আধিকারিক জয়ন্ত পালের সঙ্গে ওই মহিলার কী সম্পর্ক তা এখনও স্পষ্ট হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- Tangra Death Case:পরিবারের অন্যদের খুনের পর আত্মহত্যা করতে বেরিয়েছিলেন দুই ভাই? ট্যাংরাকাণ্ডের কিনারায় দিশেহারা পুলিশ