rg kar case: ফের চর্চায় আরজি কর মামলা (RG Kar Case)। আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারকে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টে শুনানির পরেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এদিন মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারকে এমনই জানিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে এই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। অন্যদিকে, আগামী ৯ ফেব্রুয়ারি আরজি করের নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। ওই দিন ফের ন্যায়বিচারের দাবিতে পথে নামার ডাক দিয়েছেন নির্যাতিতার মা-বাবা।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় CBI-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে আগাগোড়া অসন্তোষ ছিল নির্যাতিতার পরিবারের। শিয়ালদা আদালত আরজি কর ধর্ষণ-খুনের মামলার রায় দেওয়ার আগেই হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে, তাই তিনি তখন এই মামলা শুনবেন না।
এরপর আজ বুধবার আরজি করের নির্যাতিতার পরিবারের আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে তারা নতুন করে আবেদন করেছেন। আগামী শুক্রবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি হতে পারে। এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারের আইনজীবীকে জানিয়ে দেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার পরে আবার কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। তার আগে নয়।
আরও পড়ুন- West Bengal News Live:'গোমাংসের সঙ্গে দেশে সব আমিষ পদ নিষিদ্ধ হোক', দাবি তৃণমূলের সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহার
এদিকে বুধবারের শুনানিতে রাজ্য সরকারের তরফেও আইনজীবী হাজির ছিলেন। নির্যাতিতার পরিবারের এই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। তবে রাজ্যের আইনজীবী এদিন জানিয়েছেন, আদালতকে সহযোগিতা করতেই রাজ্যের তরফে আইনজীবী উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন-Kolkata News: কলকাতায় বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ
অন্যদিকে আগামী ৯ ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ওই দিন আবারও বাংলার জনগণকে পথে নামার ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও-য় নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, তাঁরা এখনও ন্যায়বিচার পাননি। মেয়ের জন্মদিনের দিন তাই সকলকে ন্যায় বিচারের দাবিতে পথে নামার ডাক দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-Rachana Banerjee: মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনীর বেশে রচনা, পুণ্যস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা