আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২ মে ২০২৫, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯:৪৫ টা থেকে পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়াও সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৮৪,৬৯০ জন। এর মধ্যে ৪,২৭,৭৮২ জন ছাত্র এবং ৫,৫৫,৯০৮ জন ছাত্রী পরীক্ষায় বসেছেন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার বেড়েছে।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ থেকেও ফলাফল দেখা যাবে।এবছর রাজ্যজুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি, যা রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের ইতিবাচক প্রভাবের ইঙ্গিত দেয়। পরীক্ষার ফল প্রকাশের দিনই প্রথম ১০তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন- Rainfall Forecast: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, কাঁপানো ঝড়-জলের সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও
মাধ্যমিকের ফল প্রকাশের কয়েকদিনের মাথায় আগামী ৭ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। সাড়ে বারোটায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। অনলাইনেও বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে।
ফলাফল দেখার ওয়েবসাইট
https://results.wb.gov.in
https://results.digilocker.gov.in
www.indiaresults.com
মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানুন
আরও পড়ুন- WBCHSE 12th Result 2025: কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের ফল? মার্কশিট ও শংসাপত্রই বা মিলবে কবে থেকে?
iResults App
Result.Shiksha
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট আগামী ৮ মে ২০২৫ তারিখে স্কুলগুলি থেকে দেওয়া হবে। পুরনো নিয়মে এই বছরেই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছর গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছে গত ১৮ মার্চ। গত বছরের চেয়ে এ বছর তুলনায় অনেক কম সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। প্রায় ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা গোটা রাজ্যে ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজারের মতো। জানা গিয়েছে রেজিস্ট্রেশন করানোর পরেও বহু পরীক্ষার্থী এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাননি।